Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম-মিঠুন ফিরলেন একসঙ্গে


২৩ মে ২০২১ ১৪:৫৯

শুরুর দিকে রয়েসয়ে খেলা তামিম ইকবালকে দেখে মনে হচ্ছিল খোলস ছেড়ে বেরুচ্ছেন। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন দেশসেরা ওপেনার। তবে হাফ সেঞ্চুরির পর বেশিদূর এগুতে পারেননি। ৫২ রান করে তামিম ফেরার পরের বলে ফিরেছেন মোহাম্মদ মিঠুনও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০০। ২৮ রানে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে শূণ্য রানে অপরাজিত মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন লিটন দাস। লিটনের বিদায়ের পর সাকিব আল হাসানকে নিয়ে এগুচ্ছিলেন তামিম। তবে তিনে নেমে সাকিব বেশিদূর এগুতে পারেননি। গুনাতিলকার বলে মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ব্যক্তিগত ১৫ রানে। এই ১৫ রান করতে ৩৪ বল খেলেন সাকিব। বাংলাদেশের রান তখন ৩৪।

এরপর মুশফিকুর রহিম আর তামিম ইকবাল মিলে এগুচ্ছিলেন দারুণভাবে। তামিম ধীরে ধীরে খোলস ছেড়ে বেরুচ্ছিলেন, অন্য দিকে মুশফিক ছিলেন সাবলীল। কিন্তু তামিম হাফ সেঞ্চুরির পর বলের লাইন মিস করে এলবিডব্লিউ হলে এবং তার পরের বলে মোহাম্মদ মিঠুনও ফিরে গেলে বিপদে পড়েছে বাংলাদেশ।

ফেরার আগে ৭০ বলে ৬টি চার ১টি ছক্কায় ৫২ রান করেন ওয়ানডে অধিনায়ক। আর সৌম্য সরকারের বদলে একাদশে জায়গা পাওয়া মিঠুন ফিরেছেন রানের খাতা খোলার আগেই।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাতিলকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিদু হাসারাঙা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা।

তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর