পঞ্চাশের আগে শ্রীলংকার দুই উইকেট পতন
২৩ মে ২০২১ ১৮:১৩
প্রথমে ব্যাটিং করে চ্যালেঞ্জিং স্কোর গড়া বাংলাদেশের বোলিং ইনিংসের সূচনাও হলো দারুণ। দলীয় পঞ্চাশের আগেই শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪৯/২। এর আগে প্রথমে ব্যাটিং করে ২৫৭ রান তুলেছিল বাংলাদেশ।
রোববার (২৩ মে) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের ২৫৭ রানের জবাব দিতে নেমে শুরুতে বেশ ভালোই খেলছিল শ্রীলংকা। তাসকিন আহমেদকে বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে টানছিলেন ধানুশকা গুনাথিলাকা। কিন্তু মেহেদি হাসান মিরাজ তাকে বেশিদূর এগুতে দেননি।
দলীয় ৩০ রানের মাথায় মিরাজের বলে মিরাজেই হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ১৯ বলে ২১ রান করা গুনাথিলাকা। তার কিছুক্ষণ পর পাথুম নিশাঙ্কাকে আফিফ হোসেনের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। শ্রীলংকার দলীয় রান তখন ৪১।
এর আগে মুশফিকুর রহিমের ৮৪, মাহমুদউল্লাহ রিয়াদের ৫৪ ও তামিম ইকবালের ৫২ রানের কল্যাণে ২৫৭ রানের সংগ্রহ পায় প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ।