ফের স্থগিত হচ্ছে এশিয়া কাপ
২৩ মে ২০২১ ১৯:০৭ | আপডেট: ২৩ মে ২০২১ ১৯:২১
আবার স্থগিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০২০ এর আসর। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইটি গড়ানোর কথা ছিল গত বছর পাকিস্তানে যা করোনা সতর্কতায় পিছিয়ে চলতি বছরের জুনে শ্রীলংকায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু চলতি বছরের এফটিপিতে (ফিউচার ট্যুর প্ল্যান) ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ব্যস্ত সূচি থাকায় এবছরও আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে এসিসি।
ফলে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। এদিকে ২০২২ সালেও এশিয়া কাপের আসর বসার কথা রয়েছে। তবে ২০২৩ এশিয়া কাপের আসর কবে কখন বসবে তা পরে জানিয়ে দিবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
রোববার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে এসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ পরিস্থিতিতে গেল বছর এসিসি’র নির্বাহী বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে ২০২০ এশিয়া কাপ ২০২১ পর্যন্ত স্থগিত করা হবে। এরপর থেকেই চলতি বছরে আসরটি আয়োজনের চেষ্টা করে আসছে এসিসি। কিন্তু এবছর এফিটিপি সূচিতে ঠাসা হওয়ায় এশিয়া কাপের জন্য কোন উইন্ডোই খোলা নেই। বিষয়টি নিয়ে বোর্ড বেশ সতর্কতার সঙ্গে কাজ করছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবছরও স্থগিত করে দেওয়াটাই যুক্তিযুক্ত হবে।’