Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ো বাবল নিয়ে আরো সতর্ক হবে বিসিবি


২৩ মে ২০২১ ২০:১৫

ফাইল ছবি

বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম ওয়ানডে শুরুর ঠিক ৪ ঘণ্টা আগে খবর এল, সফরকারি লংকান দলের অলরাউন্ডার শিরান ফার্নান্দো করোনা পজিটিভ। সিরিজপূর্ব কোভিড টেস্টে তার নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখানেই শেষ নয়, ম্যাচের আগের দিন টাইটেল স্পন্সরশীপ ঘোষণার অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথিকে দেখা গেল ড্রেসিং রুমের সামনে সেলফি তুলছেন। বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে আগামীর হোম সিরিজগুলোতে বায়ো বাবল তৈরীতে আরো সতর্কতা অবলম্বনের কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

রোববার (২৩ মে) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগে চাউর হয় যে, লংকা দলের দুই ক্রিকেটার ইসুরু উদানা, শিরান ফার্নান্দো ও পেস বোলিং কোচ চামিন্দা ভাস করোনা পজিটিভ। পরে জানা গেল ইসুরু উদানা ও ভাস করোনা নেগেটিভ। শুধু পজিটিভ থেকে যান শিরান। ফলে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এমতাবস্থায় বিসিবি সভাপতি বললেন, করোনাকালে আগামীতে গড়ানো সিরিজে বায়ো বাবল তৈরীতে তারা আরও সতর্ক হবেন।

ম্যাচের ইনিংস বিরতিতে বিসিবি কর্পোরেট অফিসের সামনে সাংবাদিকদেন তিনি একথা জানান।

বিসিবি বস বলেন, আইসিসির প্রোটোকলেই এসব পরিস্থিতির করণীয় বলা আছে। সেভাবেই সব এগিয়ে নিচ্ছেন তারা, ‘আইসিসি প্রটোকলে সব কিছু লেখা আছে। কেউ যদি পজিটিভ হয় তখন তার কোয়ারেন্টাইন না, আইসোলেশন লাগবে। যদি ডাক্তার দেখাতে হয় কে দায়িত্ব নেবে। সমস্ত কিছু প্রটোকল করা আছে। প্রথমে শ্রীলঙ্কার তিনজনের পজিটিভ এসেছিল। পরের আরেক টেস্টে দুজনের নেগেটিভ এসেছে। একজন পজিটিভ আছে। আমাদের যে জৈব সুরক্ষা বলয় আছে সেখানে নেগেটিভ কারো গিয়ে পজিটিভ হওয়া কঠিন। আমরা মনে করি যে হওয়ার সুযোগ নাই। তারপরও হতে পারে।’

সিরিজ খেলতে আসা শিরান ফার্নান্দো ১৫-১৬ দিন হলো করোনা থেকে সেরে উঠেছেন। বিসিবি সভাপতির ধারণা শরীরে মৃত কোষ থেকে যাওয়ায় পরীক্ষায় পজিটিভ আসতে পারে তার, ‘যে একজনের পজিটিভ এসেছে। আমাদের ধারণা যেহেতু কিছুদিন আগে সে করোনা থেকে সেরে উঠেছে, তার ডেড আরএনএ ডিটেক্ট করেছে হয়ত পিসিআর। অনেক সময় কিন্তু ২৮ দিন পর্যন্ত পাওয়া যায় (শরীরের ভেতরে করোনা)। এজন্য আবার আমরা পরীক্ষা করতে পাঠিয়েছি।’

এদিকে ম্যাচের আগের দিন স্পন্সর প্রতিষ্ঠানের বেশ কয়েকজনের ড্রেসিং রুমের সামনে গিয়ে সেলফি তোলার ঘটনা জেনে কিছুটা অবাক হলেন বোর্ড প্রধান এবং বললেন আগামীতে তারা বায়ো বাবল নিয়ে অবশ্যই সতর্ক হবেন। ‘তাই? আমি এটা জানি না, খোঁজ নিব। অবশ্যই আমরা আরও সতর্ক হবো।’

বিজ্ঞাপন

নাজমুল হাসান পাপন বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর