Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন অভিষিক্ত শরিফুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১২:৫৪

শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। দুই বছর পর একাদশে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর অভিষেক হয়েছে বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে শ্রীলংকার একাদশ অপরিবর্তিত আছে।

মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালের জুলাইয়ে, কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে।

এর আগে মঙ্গলবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, ধানুস্কা গুনাথিলাকা, পা্থুম নিশাংকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা, আশেন বানদারা, ওয়ানিনদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সানদাকান ও দুমশন্থ চামারা।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অভিষেক হচ্ছে শরিফুলের একাদশ ওয়ানডে সিরিজ টপ নিউজ দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ বনাম শ্রীলংকা শরিফুল ইসলাম

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর