বুধবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ১টায় উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ভিয়ারিয়াল। সেমিফাইনালে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভিয়ারিয়াল। অন্যদিকে এএস রোমাকে দুই লেগ মিলিয়ে ৮-৫ গোলের ব্যবধানে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেডও।
২০২০/২১ মৌসুমে লা লিগার শেষ ম্যাচে ভিয়ারিয়াল ২-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে উলভসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে মৌসুম শেষ করেছে রেড ডেভিলসরা।
ইউরোপা লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত ১৪টি ম্যাচের মধ্যে ১২টিতে জয় আর দুটিতে ড্র করেছে ভিয়ারিয়াল। আর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে খেলতে আসা ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল সোসিয়েদাদকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারায়। এরপর এসি মিলানকে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে, গ্রানাডাকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে। আর সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে এএস রোমাকে ৮-৫ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ওলে গানার সোলশায়ারের দল।
শক্তিমত্তার ব্যাপারে ইউনাইটেডের চেয়ে পিছিয়ে থেকেই ফাইনাল খেলতে নামবে ইয়োলো সাবমেরিনরা। তবে ভিয়ারিয়াল ম্যানেজার উনাই এমরে ডাগআউটে থাকায় বাড়তি আত্মবিশ্বাস দলটিতে। আর সেই সঙ্গে বাড়তি প্রেরণা যোগাচ্ছে এবারের ইউরোপা লিগে অপরাজিত থাকার রেকর্ডটিও। ১৪ ম্যাচে ১২ জয়ের বিপরীতে নেই একটিও হার স্প্যানিশ ক্লাবটির।
এদিকে ইনজুরি সমস্যা বেশ ভুগাতে পারে ইউনাইটেডকে। রক্ষণভাগের সেরা সেনা হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে এখনও সংশয় কাটেনি রেড ডেভিলসদের।
ভিয়ারিয়ালের সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুলি, মারিও গ্যাস্পার, রাউল আলবিওল, পারু তোরেস, আলফোন্সো পেদ্রাজা, ম্যানুয়েল ত্রিগুয়েরোস, এতিনে কাপু, ড্যানিয়েওল পারেহো, ইয়েরেমি পিনো, জেরার্ড মোরেনো এবং পাকো আলকার।
ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য একাদশ: ডেভিড ডি গিয়া, অ্যারন ওয়ান বিসাকা, ভিক্টর লিন্ডেলফ, এরিক বেইলি, লুক শ, ফ্রেড, স্কট ম্যাকটিমনি, মার্কাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজ, পল পগবা এবং এডিনসন কাভানি।