Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ওয়ানডেতে নাইম শেখ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১৫:২৯

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিলেন টপ অর্ডার ব্যাটার নাইম শেখ। এর ফলে দলের সদস্য সংখ্যা পনের থেকে বেড়ে দাঁড়াল ষোল’তে। সিরিজ শুরুর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই দলে স্ট্যান্ড বাই ছিলেন নাইম।

বুধবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাইমের অন্তর্ভুক্তির কথা জানায় টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ওপেনিং ব্যাটার নাইম শেখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি ও শরিফুল ইসলাম।

আগামি শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। বাংলাদেশ সময় যা শুরু হবে দুপুর ১টায়।

সিরিজে ২-০ এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ওয়ানডে সিরিজ টাইগার ওপেনার তৃতীয় ওয়ানডে দলে নাইম শেখ বাংলাদেশ বনাম শ্রীলংকা স্কোয়াডে নাইম শেখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর