জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল খেলবেন সাকিব
২৭ মে ২০২১ ১৬:৪৯
জ্যামাইকা তালাওয়াসের হয়ে এবারের ক্যারিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলবেন সাকিব আল হাসান। এ নিয়ে তৃতীয়বারের মতো জ্যামাইকার হয়ে সিপিএল খেলতে যাচ্ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
নতুন মৌসুমের জন্য সাকিবের জ্যামাইকায় যোগ দেওয়ার বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণে এবার সিপিএল হবে একটি ভেন্যুতে। ২৮ আগস্টে সেন্ট কিটস এন্ড নেভিসে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি।
সাকিবের সিপিএল অভিষেক ২০১৩ সালে, বার্বাডোজ ট্রাইডেন্টেসের হয়ে প্রথম সিপিএল খেলেছিলেন তিনি। ২০১৯ সালে বার্বাডোজের হয়ে শিরোপা জেতেন সাকিব। জ্যামাইকার হয়েও শিরোপা জেতার অভিজ্ঞতা হয়েছে তার। ২০১৬ সালের সিপিএলে জ্যামাইকার শিরোপা জয়ে বড় অবদান ছিল সাকিবের।
সিপিএলে সাকিবের রেকর্ড বেশ ভালোই। ৩০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন এই সিপিএলেই। বার্বাডোজের হয়ে এক ম্যাচে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি তারকা। ব্যাটিং পারফরম্যান্সটা অবশ্য খুব একটা উজ্জ্বল নয়। ১৬.৮৫ গড়ে এক ফিফটিতে রান করেছেন ৩৫৪।