Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২১ ১১:১৬

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। আর বিশ্বকপের আগে বাংলাদেশ সফর শেষ করেই ইংলিশরা যাবে পাকিস্তানে। এরপর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ইংল্যান্ডের। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রাখার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি। সংবাদ মাধ্যমে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন এমনটাই।

বিজ্ঞাপন

আগামী ১৯ অথবা ২০ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে ইংল্যান্ডের। এর আগেই অবশ্য অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। এছাড়াও নিউজিল্যান্ডও করবে বাংলাদেশ সফর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের কথা মাথায় রেখেই দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রাখবে ইংল্যান্ড। কেবলই তাই-ই নয় স্থগিত হয়ে যাওয়া আইপিএল’র বাকি অংশেও খেলতে পারবেন না জস বাটলার,বেন স্টোকসরা। জাইলস জানিয়েছেন, পুরোপুরি বিশ্রামেই থাকতে হবে ক্রিকেটারদের।

ইসিবি’র ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি রয়েছে। ভারতের বিপক্ষে আমাদের শেষ টেস্টটি শেষ হবে সেপটেম্বরে। এরপর আমরা বাংলাদেশে যাব। খুব সম্ভবত ১৯ বা ২০ তারিখে। এরপর পাকিস্তান সফর আছে। আবার এটা শেষ করে বিশ্বকাপও খেলতে হবে। একটা পর্যায়ে এসে আমাদেরকে ছেলেদের বিশ্রাম দিতে হবে। হতে পারে আমরা বাংলাদেশ সিরিজেই তাদের বিশ্রাম দিলাম কিন্তু তার মানে এই না যে ওরা অন্য কোথাও গিয়ে ক্রিকেট খেলবে। বিশ্রাম মানে পুরোদমে বিশ্রাম।’

জাইলস আরও বলেন, ‘ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে এখনই ভাবতে শুরু করেছে বোর্ড। ক্রিকেটারদের সর্বোচ্চ প্রস্তুতি এবং ভালো অবস্থায় পেতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসিবি। আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে। যেন আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এবং ভালো অবস্থায় থেকেই বিশ্বকাপ এবং অ্যাশেজে খেলতে পারি।’

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বাংলাদেশ সফর পূর্ণাঙ্গ দল বাংলাদেশ বনাম ইংল্যান্ড বিশ্রামে ইংলিশ ক্রিকেটার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর