Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন আউট নাইম ইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১৩:০২

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে দুই পরিবর্তন এনেছে টিম বাংলাদেশ। যেখানে টানা আট ম্যাচে ব্যর্থতার পরে বাদ পড়েছেন লিটন দাস। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন তরুণ ওপেনার নাইম শেখ। আর দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় মাথায় বলের আঘাত পাওয়ায় বিশ্রামে রাখা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন তাসকিন আহমেদ।

তরুণ নাইম শেখের ওয়ানডে অভিষেক হয়েছিল ২০২০ সালের মার্চে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি।

এর আগে শুক্রবার (২৮ মে) বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এমআরএফ/এসএস

টপ নিউজ তৃতীয় ওয়ানডে নাইম শেখ বাংলাদেশ একাদশ বাংলাদেশ বনাম শ্রীলংকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর