Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শের-ই-বাংলায় সেঞ্চুরির ফিফটির দিনে বিপদে বাংলাদেশ


২৮ মে ২০২১ ১৯:৫৯

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। তবে তৃতীয় ম্যাচে কোন কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না স্বাগতিকদের। বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে বড় বিপদে বাংলাদেশ।

শুক্রবার (২৮ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২৮৬ রানের বড় সংগ্রহ গড়ে শ্রীলংকা। এতে বাংলাদেশি ফিল্ডারদেরও অবদান আছে! বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের অবস্থা ছন্দছাড়া।

বিজ্ঞাপন

৯ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ১২৫ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। অনেকদিন অফ ফর্মে থাকা লিটন কুমার কুমার দাসকে বাইরে রেখে আজ তরুণ নাইম শেখকে ওপেনিংয়ে পাঠিয়েও লাভ হয়নি। ওপেনিং জুটিতে আজও ব্যর্থ বাংলাদেশ। মাত্র ১ রানে করে দলীয় ২ রানের মাথায় বিদায় নেন নাইম।

তিনে নেমে আজও সফল হতে পারেননি সাকিব আল হাসান। পুল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন দলীয় ৯ রানের মাথায়। খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে তামিম ইকবাল যখন ব্যক্তিগত ১৭ রান করে ফিরলেন বাংলাদেশের রান তখন ২৮। তারপর উইকেট ধরে রাখার চেষ্টা করে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মুশফিকুর রহিম। কিছুটা সময় অবশ্য সেটা পেরেছেন, তবে তাতে রান রেটের চাপে পড়ে যায় দল।

আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে একাই টেনে নেওয়া মুশফিক আজ খুব একটা সফল হতে পারেননি। রান বাড়াতে গিয়ে আউট হয়েছেন ৫৮ বলে ২৮ রান করে। ৭২ বলে ৫২ রান করে পঞ্চম ব্যাটার হিসেবে ফিরে গেছেন মোসাদ্দেক। বিপদে পড়া দলে এই মুহূর্তে টেনে তোলার চেষ্টা করছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ আফিফ হোসেন।

বিজ্ঞাপন

এদিকে, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সেঞ্চুরির ফিফটি পূর্ণ হয়েছে। শ্রীলংকার ২৮৬ রানের স্কোর গড়তে আজ দারুণ এক সেঞ্চুরি করেন দলটির অধিনায়ক কুশল পেরেরা (১২০)। ওয়ানডেতে শের-ই-বাংলায় এটা ৫০তম সেঞ্চুরি।

এই মাঠে প্রথম সেঞ্চুরিটি হয়েছিল ২০০৭ সালের ১২ মে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০১ রান করেছিলেন ভারতের ওপেনার গৌতম গম্ভীর। রেকর্ড বলছে, এই মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি তামিম ইকবালের। শের-ই-বাংলায় তামিমের সেঞ্চুরি সংখ্যা ৫টি।

তামিম ইকবাল মাহমুদউল্লাহ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর