Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমকে আইসিসির জরিমানা


২৯ মে ২০২১ ১৬:৫৫

শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেটা ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাটিং, ফিল্ডিংয়ে অনুজ্জ্বল বাংলাদেশ ম্যাচ হেরেছে ৯৩ রানের বড় ব্যবধানে। হেরে যাওয়ার দিনে আরেকটা দুঃসংবাদ পেলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির শাস্তির মুখে পড়েছেন তামিম।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তামিমকে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

ঘটনা তৃতীয় ওয়ানতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে। দুশমান্ত চামিরার অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম। বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পরে। শ্রীলংকার উইকেটরক্ষক এবং বোলার চামিরা হালকা আবেদন করেন, তবে তাদের আবেদন জোড়ালো ছিল না। তামিমকে আউট দিয়ে দেন আম্পায়ার।

পরে অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। রিপ্লেতে দেখা যায় তামিমের ব্যাট লেগেছিল মাটিতে। ব্যাট বলে লেগেছিল কিনা সেটা ভালো করে বুঝা যাচ্ছিল না, আবার লাগেনি সেটাও ভালোভাবে বুঝা যাচ্ছিল না। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলাননি।

তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। ম্যাচ শেষেও বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি।’ এভাবে অসন্তোষ প্রকাশে আপত্তি আইসিসির।

এটি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। তামিম পরে দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসি তামিম ইকবাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর