Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবে প্রত্যাশার পারদ বেড়েছে মোহামেডানের


৩০ মে ২০২১ ১৭:৩৫

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকায় প্রত্যাশার পারদ বেড়েছে টিম মোহামেডানের। তিনি দলে আছেন বলেই মৌসুমের পর মৌসুম টেবিলের তলানিতে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি এবারের মৌসুমে শিরোপা ঘরে তোলার বর্ণিল স্বপ্ন বুনছে।

সাকিব মানেই তো একের ভেতরে তিন। সাকিব স্কোয়াডে মজুত আছেন মানেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নির্ভার টিম ম্যানেজমেন্ট। কারণটিই তো কম সঙ্গত নয়। চকিতেই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে একেবারে সিদ্ধহস্ত এই বাঁহাতি অল-রাউন্ডার। দেশে তো বটেই, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতেও সাকিবের কাঁধে অগাধ আস্থা রাখেন কোচ ও অধিনায়কসহ টিম ম্যানেজমেন্টের তাবৎ সদস্যরা। সেই সাকিবকেই এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে। শুধু কি তাই? এবারের লিগে তার হাতেই তুলে দেওয়া হয়েছে দলের ব্যাটন। আর তাতেই শিরোপা জয়ের স্বপ্ন বুনছে সাদা কালো শিবির।

বিজ্ঞাপন

রোববার (৩০ মে) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে মোহামেডানের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের একথা জানান দলের টপ অর্ডার ব্যাটার শামসুর রহমান শুভ।

তিনি বলেন,‘অবশ্যই সাকিব থাকাটা তো আমাদের জন্য বাড়তি একটা প্লাস পয়েন্ট। শুধু আমাদের না, সাকিব যে দলে থাকবে সে দলের জন্যই সে বাড়তি সুবিধা বা শক্তি এনে দিবে। এজন্য চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা তো এখন আরো বেশি প্রত্যাশা করছি শিরোপা জেতার। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটা ম্যাচে ২ পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ ধরে এগোনোর লক্ষ্য আমাদের।’

করোনার দাপটে এক বছরেরও বেশি সময়ের বিরতির পরে মঙ্গলবার থেকে টি টোয়েন্টি সংস্করণে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৯-২০ স্থগিত মৌসুমের খেলা। লম্বা বিরতির পর ক্রিকেটে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বাসিত শামসুর রহমান শুভসহ লিগ খেলুড়ে সবাই।

বিজ্ঞাপন

‘এটা খুবই ভাল উদ্যোগ। দেখেন আমরাও কিন্তু মাঠে ফেরার অপেক্ষায় ছিলাম। খেলতে না পারলে শুধু আর্থিক না আমাদের ক্রিকেটটাও ক্ষতি হয়। এখানে আমি বিসিবি, ক্লাব এবং সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ জানাবো।’

৩১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মৌসুমের উদ্বোধনী ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর