মিরপুরে ৪ দিনে ডিপিএলের ১২ ম্যাচ
১ জুন ২০২১ ১৯:২৯
বৃষ্টিবিঘ্নিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ফের সিদ্ধান্ত বদলেছে। ভারি বর্ষণের কারণে মঙ্গলবারের (১ জুন) সব ম্যাচ স্থগিত হয়ে গেলে জানানো হয়েছিল, দুদিনের জন্য ডিপিএল স্থগিত। অর্থাৎ ডিপিএল শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে জানানো হলো বুধবার থেকেই আবারও মাঠে ফিরছে ডিপিএল।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নয়, বুধবার থেকে টানা চার দিন ডিপিএল হবে শুধুই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ডিপিএলের আগামী চার দিনের সূচি ঘোষণা করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে মিরপুর স্টেডিয়ামে প্রতিদিন হবে ৩টি করে ম্যাচ। অর্থাৎ চার দিনে মিরপুরে ম্যাচ হবে ১২টি।
দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় আর শেষ ম্যাচটি সন্ধ্যা ৬টায়। মিরপুরে টানা চার দিন খেলা হওয়ার পর একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপর ৬ জুন থেকে আগের নিয়মে অর্থাৎ বিকেএসপির দুটি মাঠে এবং মিরপুরে দিনে দুটি করে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ততোদিনে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাওয়া মাঠ স্বাভাবিক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপুলিশের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে বিকেএসপিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ডিপিএলের আজকের ম্যাচগুলো আয়োজন করা সম্ভব হয়নি। ক্লাব সংশ্লিষ্ট এবং বিসিবির সঙ্গে আলোচনা করে সিসিডিএম বিকেএসপির ম্যাচগুলো মিরপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এখানে টানা চার দিন তিনটি করে ম্যাচ আয়োজন হবে। এমন সুযোগের জন্য আমরা ক্লাব এবং ক্রিকেটারদের ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, করোনার কারণে বছর খানেক আগে স্থগিত হয়ে যাওয়া ডিপিএল পূনরায় মাঠে গড়িয়েছে ৩১ মে। ওই দিনের ৬টি ম্যাচের মধ্যে ফল পাওয়া গেছে ৪টিতে। বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে সমাপ্ত করা সম্ভব হয়নি। ফলাফল বেরুনো চার ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের মোহামেডান, তামিম ইকবালের প্রাইম ব্যাংক, মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড ও নুরুল হাসান সোহানদের শেখ জামাল।