Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাঘরের বিপক্ষে সহজ জয় প্রাইম দোলেশ্বরের

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২১ ১২:৫৪

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বুধবার (২ জুন) দিনের প্রথম খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৯ রানের ব্যবধানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ফরহাদ রেজার দল। জবাবে ১৩০ রানে খেলাঘর গুটিয়ে গেল ১৯ রানের জয় পায় দোলেশ্বর।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খেলাঘর। দলীয় ৭ রানের মাথায় ওপেনার সাদিকুর রহমান (৬), দলীয় ১০ রানে আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন (৩) ফেরেন সাজঘরে। এরপর ১ রান করে অধিনায়ক জহুরুল ইসলাম ফিরলে চাপে খেলাঘর।

বিজ্ঞাপন

তবে চতুর্থ উইকেটে ফরহাদ হোসেন এবং সালমান হোসেন ৪০ রানের জুটি গড়লে ম্যাচে ফেরে খেলাঘর। কিন্তু ২৭ বলে ১৪ রান করে সালমান ফিরলে আবারও চাপে পড়ে খেলাঘর। এরপর উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ১০ বলে ১২ রান করে মিরাজও ফেরেন দলীয় ৭৫ রানে। এর আগেই ফরহাদ হোসেন ৩৫ বলে ৩৩ রান করে আউট হন। এরপর দ্রুতই আরও দুটি উইকেট হারায় তারা। এক সময় ৭৮ রানেই ৮ উইকেট হারায় খেলাঘর।

কিন্তু শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ইনিংসে জয়ের আশা দেখছিল খেলাঘর। ১৯ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৩৭ রান করেন রিশাদ। তবে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান তুলতে সক্ষম হয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আর তাইতেই প্রাইম দোলেশ্বর ১৯ রানের জয় পায়।

প্রাইম দোলেশ্বরের হয়ে দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম, রেয়াজুর রহমান রাজা এবং এনামুল হক জুনিয়র। আর একটি করে উইকেট নেন ফরহাদ রেজা, শরিফুল্লাহ এবং তাইবুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ ইমরানুজ্জামানের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা দারুণ করে দোলেশ্বর। ওপেনিংয়ে ফজলে মাহমুদকে নিয়ে ৪ ওভার ৫ বলেই স্কোরবোর্ডে যোগ করেন ৪৫ রান। মাত্র ১৭ বলে ৪০ রান করে ফিরে যান ইমরান।

ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে ২২ বলে ১৪ রান। তিন নম্বরে নেমে সাইফ হাসানও দারুণ শুরু করেন। যদিও এই ডানহাতি ব্যাটসম্যান ৩৩ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। এরপর মার্শাল আইয়ুব ২০ বলে ২১ রান করে। আর  ১২ বলে ১৬ রান আসে শামিম হোসেনের ব্যাট থেকে। শেষ দিকে শরিফউল্লাহ একটি ক্যামিও ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৯ বলে ১৫ রানের অপরাজিত একটি ইনিংস। তাতেই দলীয় রান ৬ উইকেটে ১৪৯ দোলেশ্বরের।

খেলাঘরের বোলাররা অবশ্য এদিন দারুণ নিয়ন্ত্রিত বল করেন। খালেদ আহমদের ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছে মাসুম খান। এই বোলার ৪ ওভারে রান দিয়েছেন ৩২।

সারাবাংলা/এসএস

খেলাঘর বনাম প্রাইম দোলেশ্বর ডিপিএল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর