Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ


৩ জুন ২০২১ ২২:০২

দলীয় শক্তি, ফিফা র্যাংকিং বা সাম্প্রতিক পারফরম্যান্স- সবখানেই এগিয়ে ছিল আফগানিস্তান। আজ মাঠের লড়াইয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন তপু বর্মন।

ড্রয়ে ম্যাচ নিষ্পত্তি হলেও আফগানিস্তানের সামর্থ বিবেচনায় এই ড্র জয়ের সমান। বাছাই পর্বের ৬ ম্যাচের মধ্যে বাংলাদেশের এটা দ্বিতীয় ড্র, দ্বিতীয়বার পয়েন্ট প্রাপ্তিও। ৬ ম্যাচে জামাল ভূঁইয়ার দলের পয়েন্ট এখন ২। এর আগে ভারতের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ।

আফগানিস্তানের এই দলের বেশিরভাগ ফুটবলারই ইউরোপের বিভিন্ন দেশে খেলেন। তাছাড়া শারীরিক দিক দিয়েও অনেকটা এগিয়ে তারা। শারীরিকভাবে পোক্ত আফগানদের আটকাতেই কিনা আজ ফিনল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি ডিফেন্ডার কাজী তরিক রায়হানকে অভিষেক ম্যাচ খেলাতে নামান বাংলাদেশের কোচ জেমি ডে। অভিষেকের আগেই তারকা বনে যাওয়া তরিক আজ খেলেছেনও দুর্দান্ত। প্রথমার্ধে আফগানিস্তানকে দারুণভাবে আটকে রেখেছিল বাংলাদেশ, তাতে বড় কৃতিত্ব তরিকের।

প্রথমার্ধে বলের দখলে আফগানিস্তান এগিয়ে থাকলেও মাঝে মধ্যে প্রতিআক্রমণে মাঠ কাঁপিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথম সুযোগটাও তৈরি করেছিল লাল-সবুজের দল। ১৬ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে বল পান মাশুক মিয়া। কিন্তু তার আড়াআড়ি বাড়ানো ক্রসে টোকা দেওয়ার মতো কেউ ছিল না।

২০ মিনিটে আফগানিস্তানের আমির শারিফির কোনাকুনি শট ঠেকিয়ে দেন বাংলাদেশি গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিন মিনিট পর আহমেদ নাজিমে প্রচেষ্টা ঠেকিয়ে দেন জিকো। ২৭ মিনিটে জামাল ভূঁইয়ার নেওয়া কর্ণার সুযোগ তৈরি করাতে পারেনি বাংলাদেশের। ৩১ মিনিটে ফারশাদ নুরের নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান বাংলাদেশের গোলরক্ষক। দুর্দান্ত খেলা তারিক ৩৭ মিনিটে হলুদ কার্ড দেখেন। তবে তার নেতৃত্বে গড়া বাংলাদেশের রক্ষণ প্রথমার্ধে ভাঙতে পারেনি আফগানিস্তান।

প্রথমার্ধে আটকে রাখার সফলতাটা দ্বিতীয়ার্ধের শুরুতেই মিলিয়ে গেছে। ৪৮ মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে উপরে উঠে যান লেফট-ব্যাক রহমত মিয়া। এই সুযোগে নাজেমের কাট ব্যাক ধরে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আমির শরিফি। তবে গোল খাওয়ার পর থেকে ম্যাচের শেষ অবদি দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ।

৫৫ মিনিটে সোহেল রানার জায়গায় মানিক হোসেন মোল্লাকে নামান জেমি। পরে মোহাম্মদ আব্দুল্লাহ, রিমন হোসেন নামলে বাংলাদেশের আক্রমণের ধার আরও বেড়েছে। ৮০ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মানিক মোল্লার লম্বা পাসধরে আব্দুল্লাহর নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। চার মিনিট পর তপুকে আর রুখতে পারেননি আফগানরা।

লম্বা করে ভেসে আসা বল ছোট হেডে ডি-বক্সে থাকা তপুর কাছে বাড়ান রাফি। তপুকে ঘিরে তখন দুই ডিফেন্ডার। তবুও দারুণ দক্ষতায় এক ডিফেন্ডারের পাঁয়ে ফাঁক দিয়ে দুর্দান্ত এক শট নিয়ে গোলরক্ষকে ফাঁকি দিয়েছেন তপু, ১-১। এরপর বহু চেষ্টা করেও আর গোল আদায় করতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

টপ নিউজ বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর