Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্কুর ঝড়ে মোহামেডানের দ্বিতীয় জয়


৩ জুন ২০২১ ২৩:১৪

চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শেষ দিকে রীতিমতো ঝড় তুললেন ইরফান শুক্কুর। তরুণ উইকেটরক্ষক ব্যাটারকে দারুণ সঙ্গ দিয়েছেন নাদিফ চৌধুরী। যাতে বিপদ কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের মোহামেডান। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ৬ উইকেটে জিতেছে মোহামেডান।

বৃহস্পতিবার (৩ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫৭ রানের জবাব দিতে নেমে দলীয় ২৯ রানের মাথায় ওপেনার পারভেজ হোসেন ইমন ও সাকিব আল হাসানকে হারায় মোহামেডান। ১১ বলে দুই ছয়ে ১৭ রান করা ইমনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান তাসামুল হক। পরের বলে সেই তাসামুলের বলেই সরাসরি বোল্ড সাকিব।

বিজ্ঞাপন

কিছুক্ষণ প্রতিরোধ গড়ার পর অপর ওপেনার মাহমুদুল হাসান ও সামছুর রহমান শুভও ফিরেছেন পরপর। দলীয় ৭৪ রানের মাথায় ১৬ বলে ১৯ করে ফিরেছেন চারে নামা সামছুর। এরপর আর চার রান যোগ হতেই ২৬ বলে ৩৮ রান করে ফেরেন মাহমুদুল। এরপর ঘুরে দাঁড়াতে হলে শুক্কুর-নাদিফ জুটিকেই কিছু করতে হতো। কারণ তারা দুজনই ছিলেন শেষ স্বীকৃত ব্যাটার। দুজন সেটা করে দেখালেনও।

গত বছর বিসিবি প্রেসিডেন্ট’স কাপে নজর কাড়া শুক্কুর বেছে নিয়েছিলেন পাল্টা আক্রমণের পথ। ১৬ বল বাকি থাকতে মোহামেডানের ৬ উইকেটের জয় যখন নিশ্চিত হলো শুক্কুর তখন ২৯ বলে ৫২ রানে অপরাজিত। তার ইনিংসে চার ৫টি, ছক্কা ২টি। নাদিফ ২৩ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে পারটেক্সের দেড়শোর্ধ্ব সংগ্রহে বড় অবদান আব্বাস মুসে ও তাসামুল হকের। ‘অচেনা’ ওপেনার শুরুতে ভড়কে দিয়েছেন মোহামেডানের বোলারদের। মাত্র ৪৪ বলে ৫টি করে চার-ছয়ে ৬৪ রান করেন তিনি। তিনে নেমে অধিনায়ক তাসামুল ৫৬ বলে ৬টি চার ১টি ছয়ে করেন ৫৯ রান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পারটেক্স।

বিজ্ঞাপন

ইরফান শুক্কুর ঢাকা প্রিমিয়ার লিগ পারটেক্স স্পোর্টিং ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর