Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে সেরেনা


৫ জুন ২০২১ ১৬:৪৩

সংবাদ সম্মেলন বর্জন, নাওমি ওসাকার নাম প্রত্যাহার, ম্যাচ ফিক্সিং সন্দেহ ইত্যাদি বিতর্কের মধ্যে এগিয়ে চলছে ফ্রেঞ্চ ওপেন। এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামসও। ফরাসি ওপেনের শুরু থেকেই ছন্দে থাকা সেরেনা উঠে গেছেন শেষ ষোলোতে।

রোলাঁ গাঁরোয় স্বদেশী ড্যানিয়েলে কলিন্সকে সরাসরি সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন মার্কিন কৃষ্ণকলি। ৬-৪, ৬-৪ গেমে ম্যাচ জিতেছেন তিনি।

আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলেই নারী টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জেতা কিংবদন্তি মার্গারেট কোর্টকে ধরে ফেলবেন সেরেনা। কিন্তু ধরার এই সুযোগটা কাজে লাগাতে পারছেন না সেই ২০১৭ সাল থেকে। ২০১৭ সালের পর থেকে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সেরেনা।

ফ্রেঞ্চ ওপেনের সাম্প্রতিক ইতিহাস আরও বাজে। ২০১৬ সালের পর থেকে এই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি মার্কিন কিংবদন্তি। এবার পারবেন? উত্তরের জন্য বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না। শেষ ষোলোর লড়াইয়ে সেরেনার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রিবাকিনা।

ফ্রেঞ্চ ওপেন সেরেনা উইলিয়ামস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর