Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীর দাপুটে জয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১৮:২৩

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মৌসুমের টানা তৃতীয় জয় তুলে নিতে ১১ ওভারে আবাহনী লিমিটেড’র প্রয়োজন ছিল ১০২ রান। ওভারকাস্ট কন্ডিশনে কাজটি মোটেও সহজ ছিল না। কিন্তু ব্রাদার্সের বাজে বোলিংয়ে সুযোগ শতভাগ কাজে লাগিয়ে সেই ম্যাচটিই কিনা ৭ বল বাকি থাকত নিজেদের করে নিল আকাশী-নীল জার্সিধারীরা। মুশফিকুর রহিমের অপরাজিত ৩৭ ও নাইম শেখ’র অপরাজিত ৩৬ রানে মাত্র ১ উইকেটের খরচায় জয়ের বন্দরে নোঙর ফেলল আবাহনী।

বিজ্ঞাপন

২১ বল খেলে ৬টি চারের মারের সুবাদে মুশফিক এই সংগ্রহ পেয়েছেন। আর নাইম শেখ ৩৬ রানের পথে চার মেরেছেন ২টি চার ও ছয় মেরেছেন একটি।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জৈষ্ঠের প্রবল বর্ষণে ম্যাচটি গড়ায় নির্ধারিত সময়েরও প্রায় দেড় ঘণ্টা পরে। ফলে ২০ ওভার বদলে ম্যাচ গড়ায় ১১ ওভারে। সেখানে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার মিজানুর রহমান ও জুনাইদ সিদ্দিকি। দুজনের ব্যাটেই বড় সংগ্রহের স্বপ্ন বুনছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু আচমকাই তাদের সেই স্বপ্ন ফিকে করে দেন আবাহনীর তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ২০ রানে তাকে তুলে দেন আফিফ হোসেন ধ্রুব’র হাতে।

দ্বিতীয় উইকেটে আসা মাইশিকুর রহমান, রাহাতুল ফেরদৌসও সেই স্বপ্ন বাস্তবায়নের কারিগর হতে পারেননি। কেননা পঞ্চম ওভারে পরপর দুই বলে তাদের শূন্য হাতে ফেরান আরাফাত সানি। সতীর্থদের ফিরে যাওয়ার মিছিলে নিজেকে সম্ভবত ধরে রাখতে পারেননি ওপেনার জুনাইদ সিদ্দিকও। দুই ওভার পরেই ব্যক্তিগত ২০ রানে সাকিবের দ্বিতীয় শিকার বনে ফিরে যান ড্রেসিংরুমে। একই ওভারে মাত্র ৪ রানে হাবিবুর রহমানকে আফিফের হাতে তুলে দিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। ব্রাদার্সের রান তখন ৫১। তবে এরপরে আর কোনো বিপদ নয়। ষষ্ঠ ‍উইকেটে আলাউদ্দিন বাবু ও জাহিদুজ্জামানের ৫০ রানের জুটিতে ১১ ওভারে, ৫ উইকেটের খরচায় ১০১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন।

আলাউদ্দিন বাবু ১০ বলে ১ চার ও তিন ছয়ে অপরাজিত থেকেছেন ২৪ রানে। সমান সংখ্যক বলে ২ চার ও ২ ছয়ে জাহিদুজ্জামান অপরাজিত থেকেছেন ২৫ রানে।

জবাবে, জয়ের জন্য ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে কেবল মুনিম শাহরিয়ারকে খুইয়ে ৯.৫ ওভারে আবাহনীকে বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম ও নাইম শেখ। মুনিম ১২ বলে সংগ্রহ করেছেন ২৫ রান।

বিজ্ঞাপন

ব্রাদার্সের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন হাবিবুর রহমান।

সারাবাংলা/এমআরএফ/এসএস

২০২১ সালে ডিপিএল আবাহনী বনাম ব্রাদার্স ডিপিএল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর