মোস্তাফিজ জাদুর পরও প্রাইম ব্যাংকের বড় হার
৫ জুন ২০২১ ২১:৪৪
ছন্দে থাকা মোস্তাফিজুর রহমানের আরেকটা দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। মাত্র ২২ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি পেসার। তবে এমন বোলিংয়ের দিনেও মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পেসারকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তার দল হেরে গেল যে ২৭ রানে।
শনিবার (৫ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম দুই ওভারে খুব বেশি কিছু করতে পারেননি মোস্তাফিজ। ২ ওভারে ১৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। মোহামেডানও সেই সময়টাতে বেশ ভালোই রান বাড়িয়েছে। শুরুতে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন দারুণ একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
মোহামেডানের প্রথম চার ব্যাটারই রান পেয়েছেন। তবে মোস্তাফিজ দ্বিতীয় স্পেল করতে এলে রানের চাকা থমকে যায় মোহামেডানের। নিজের তৃতীয় তৃতীয় ওভারে তিন উইকেট নেওয়া মোস্তাফিজ চতুর্থ ওভারে নেন দুই উইকেট। ১৩ ওভারে একশ পেরিয়ে যাওয়া মোহামেডান তাই খুব বেশিদূর আর এগুতে পারেনি।
তরুণ ইমন ৩৮ বলে ৩টি চার ৪টি ছয়ে ঠিক ৫০ রান করেছেন। সাকিব আল হাসান চারে নেমে ১৫ বলে ২০ করেছেন। সামছুর রহমান ৩৪ বলে করেন ৩৩। ২০ ওভারে ৮ উইকট হারিয়ে ১৫০ রান তোলে মোহামেডান। মোস্তাফিজ আজ ক্যারিয়ারের সেরা বোলিং রেকর্ডকে স্পর্শ করেছেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানেই পেয়েছিলেন পাঁচ উইকেট।
মিরপুরের উইকেটে কদিন ধরে যে গতিতে রান উঠছে তাতে লক্ষ্যটাকে অবশ্য শুরু থেকেই বড় মনে হচ্ছিল, তবে প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইনআপ শক্ত বলে লড়াইয়ের আভাসও মিলছিল। সাকিব আল হাসান, তাসকিন আহমেদরা লড়াইটাকে এক তরফা বানিয়ে ফেলেছেন পরে।
তামিম ইকবালের বদলে আজ প্রাইম ব্যাংককে নেতৃত্ব দিয়েছেন এনামুল হক বিজয়। বিজয়ের ব্যাট আজও হাসেনি। অধিনায়কত্ব না করা তামিম দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। মাঝখানে এক মোহাম্মদ মিঠুনই যা একটু রান করতে পারলেন। তামিম ২০ বলে ২০ রান করে আউট হয়েছেন। মিঠুন ১৮ বলে দুই ছয়ে ২৫ রান করে আউট হয়েছেন। রনি তালুকদার ও নাঈম হাসান ১৯ করে রান করেছেন। ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক।
মোহামেডানের হয়ে তাসকিন ৩.৩ ওভারে ১৫ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। ৩৩ রান খরচায় তিন উইকেট নিয়েছেন অপর পেসার আবু জায়েদ রাহি। আর সাকিব আল হাসান ৪ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
ঢাকা প্রিমিয়ার লিগ তামিম ইকবাল মোস্তাফিজুর রহমান মোহামেডান স্পোর্টিং ক্লাব সাকিব আল হাসান