মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে অন্য ভাইয়ের মৃত্যু
৬ জুন ২০২১ ১৬:১৩
খেলাধুলা কার্যত বিনোদনেরই একটা মাধ্যম। তবু মাঝেমধ্যে তাতে ঘটে যায় হৃদয়বিদারক কতো ঘটনা। ইতালির নেপলসে ঘটে গেল যেমন মর্মান্তিক এক ঘটনা। মৃত ছোট ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমে মারা গেছেন আরেক ভাই!
ঘটনাটা গত বুধবারের। ২০১৮ সালে সাইক্লিংয়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জিউসেপ্পে পেরিনোর ছোট ভাই রোক্কো। তার স্মরণেই বুধবার ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন পেরিনো। প্রতি দলে পাঁচজন করে ফুটবলার নিয়ে আয়োজন করা হয় এই ম্যাচ।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ম্যাচে হার্ট অ্যাটাক হয় পেরিনোর। মাঠে ছুটে গিয়েছিলেন চিকিৎসক দল। কিন্তু কাজ হয়নি। সবাইকে ছেড়ে চলে যান পেরিনো। এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ এমন মৃত্যুর কারণ খুঁজতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
ইতালির ঘরোয়া ফুটবলে অনেকদিন খেলেছেন জিউসেপ্পে পেরিনো। ২৯ বছর বয়সী ফুটবলার ২০১২ সালে ইবোলিতানা থেকে যোগ দিয়েছিলেন পার্মায়। তবে ইতালির পরিচিত এই ক্লাবে খেলা হয়নি পেরিনোর। ওই বছরই পেরিনোকে ধারে বেল্লারিয়া মারিনা ক্লাবে পাঠায় পার্মা। পরের বছর ভিগর লামেজিয়া ক্লাবে ধারে খেলতে যান তিনি। বুধবার সেখান থেকে চলে গেলেন ভিন্ন দেশে।
পার্মা এক টুইট বার্তায় শোক জানিয়ে লিখেছে, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’