Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ডের সঙ্গে বিরোধে চুক্তি স্বাক্ষর করছে না লংকান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২১ ০৬:৩৫

শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির ক্রিকেটাররা। গত মাসে কেন্দ্রীয় চুক্তি তৈরির ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত করেছেন শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। আর বোর্ডের নতুন এই পদ্ধতি প্রণয়নের কারণেই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় দেশটির ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করার পর কেবল সফরভিত্তিক চুক্তিতে গেল মাসে বাংলাদেশ সফরে এসেছিল লংকানরা।

মাসখানেক ধরেই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনা করে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট। তবে নতুন এই পদ্ধতির ফলে ক্রিকেটাররা এখনও চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হতে পারেনি। তবে চুক্তি স্বাক্ষর না হলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে দল পাঠে শ্রীলংকা। তবে বাংলাদেশে সফরভিত্তিক চুক্তিতে খেলতে আসলেও ইংল্যান্ডে যাওয়ার আগে অভিন্ন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলংকার ৩৮ ক্রিকেটার।

বিজ্ঞাপন

দেশটির ক্রিকেট বোর্ডের নতুন চুক্তির নিয়মে সর্বশেষ দুই বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স, সার্বিক ফিটনেস, শৃঙ্খলা, দলে অবদান, পেশাদারিত্ব, নেতৃত্ব এরকম কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ম পরিবর্তনের পরই বিদ্রোহ করেছে ক্রিকেটারা। এমনকি ক্রিকেটাররা একযোগে অবসরের হুমকিও দিয়েছেন। যেখানে তাঁরা বলেছেন নতুন পয়েন্ট পদ্ধতি ক্রিকেটারদের কাছে পরিষ্কার না করলে একযোগে অবসর নেবেন। নতুন নিয়মে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে দলের সিনিয়র ক্রিকেটারদের।

যেখানে আগের চুক্তিতে অনুযায়ী বার্ষিক ১ লাখ ৩০ হাজার ডলার পারিশ্রমিক পেতেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু নতুন চুক্তিতে তিনি কেবল টেস্টের জন্য বিবেচিত হওয়ায় তাঁর পারিশ্রমিক কমেছে ৫০ হাজার ডলার। এদিকে ৩০ হাজার ডলার পারশ্রমিক কমছে টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নেরও।

চুক্তিতে স্বাক্ষর করার জন্য ৩ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছিল এসএলসি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে ক্রিকেটাররা। ফলে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সফরভিত্তিক চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে শীর্ষ পর্যায়ের ৩৮ ক্রিকেটার।

সারাবাংলা/এসএস

চুক্তি স্বাক্ষর করবে না শ্রীলংকান ক্রিকেট বোর্ড শ্রীলংকান ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর