Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের জিতে শীর্ষে আবাহনী


১০ জুন ২০২১ ১৯:০৩

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে থাকা আবাহনী লিমিটেড তুলে নিল আরেকটা জয়। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আজ ২৫ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে মুশফিকুর রহিমের দল। এদিকে, দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘ।

বৃহস্পতিবার (১০ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চার নম্বর মাঠে আফিফ হোসেন ধ্রুবকে ওপেনিংয়ে পাঠিয়েছিল টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনী। অপর ওপেনার নাঈম শেখ ছন্দেই ছিলেন। এই দুই তরুণ মিলেই আবাহনীর জয়ের ভীতটা গড়ে দেন। ১২ ওভারে ওপেনিং জুটিতে ১১১ রান তোলেন দুজন।

বিজ্ঞাপন

দলের অধিনায়ক মুশফিকুর রহিম আজ ব্যাটিংয়ে নামেননি। আফিফ ৪২ বলে ৩টি চার ৪টি ছয়ে ৫৪ রান করেন। নাঈম ৫০ বলে ৪টি করে চার ছয়ে ৭০ রান করেন। তিন নম্বরে নেমে ৯ বলে ১৮ রান করেছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। ৮ বলে ১২ রান করেন স্বাধীন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ে আবাহনী। আফিফ-নাঈমদের ঝড়ো ব্যাটিংয়ের মধ্যে শাইনপুকুরের হয়ে ২৩ রানে ৪ উইকেট নেন তানভীর ইসলাম।

এতো বড় সংগ্রহ তাড়া করার কাজটা এমনিতেই কঠিন ছিল, বৃষ্টি সেটাকে আরও কঠিন করে দেয়। ডিএল ম্যাথডে ১৭ ওভারে শাইনপুকুরের লক্ষ্য নির্ধারণ করা হয় ১৪৯। ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে শাইনপুকুরের স্কোর। অধিনায়ক তৌহিদ হৃদয় ৩২ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ৪টি ছয়ে করেন ৩১ রান। আবাহনীর হয়ে সাইফউদ্দিন ৩ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

অপর ম্যাচটা হয়েছে বেশ হাড্ডাহাড্ডি। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৪ রান তোলে ব্রাদার্স। তার মধ্যে মিজানুর রহমান একাই করেন ৬৬। তার ৬১ বলের ইনিংসটিতে চারের মার ৪টি, ছক্কা ২টি। এছাড়া রাহাতুল ফেরদৌস করেন ২৪ রান। খেলাঘরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে খেলাঘরের টার্গেট দাঁড়ায় ১৬.২ ওভারে ১০৫। শুরুতে বিপদে পড়লেও মেহেদি হাসান মিরাজ ও ফরহাদ হোসেনের ব্যাটে জয় নিশ্চিত করেছে খেলাঘর। নির্ধারিত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে দলটি। মিরাজ তিনে ব্যাট করতে নেমে ৪০ বলে ২টি করে চার ছয়ে ৪০ রান করেন। ২৯ বলে ৩৬ করেন ফরহাদ হোসেন।

আবাহনী ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর