Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন ক্রেইচিকোভা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২১ ২২:০৭

প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ ছিল এবারের ফ্রেঞ্চ ওপেনের দুই ফাইনালিস্টের। রাশিয়ার আনাস্তাসিয়া পাভ্লিউচেঙ্কোভা এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভার মধ্যকার এবারের মেয়েদের ফ্রেঞ্চ ওপেনের দুর্দান্ত ফাইনালের শেষ হাসিটা হাসলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা।

প্রথমবারের মতো টেনিসের মেজরে ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়সী এই তরুণী খেলোয়াড়। শনিবার ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে হারিয়েছেন তিনি। রোলাঁ গ্যারোয় ক্রেইচিকোভা ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারান পাভ্লিউচেঙ্কোভাকে।

বিজ্ঞাপন

ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককে চ্যাম্পিয়ন হওয়ার পর রোববার ডাবলের চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে ক্রেইভিকোভার সামনে। আগামীকাল ক্যাট্রেরিনা সিনিয়াকোভার সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের ডাবলের ফাইনালে লড়বেন নতুন রোঁলা গ্যারোর চ্যাম্পিয়ন।

২০০০ সালে শেষবার ম্যারি পিয়েরস শেষবারের মতো একই বছরে রোঁলা গ্যারোর এককে এবং দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছিলেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রেইচিকোভা বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি হলো। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি।’

সারাবাংলা/এসএস

আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা ফ্রেঞ্চ ওপেন বারবোরা ক্রেইচিকোভা রোঁলা গ্যারো

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর