জিতেই চলেছে গাজী গ্রুপ, মোহামেডানের ম্যাচ পরিত্যক্ত
১৪ জুন ২০২১ ১৮:১৯
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়রথ ছুটছেই। বৃষ্টি আইনে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ ৯ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গাজী গ্রুপের এটা টানা চতুর্থ জয়। নয় ম্যাচে ষষ্ঠ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে দলটি।
এদিকে, লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দিনের অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
সোমবার (১৪ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সকে অল্প রানেই আটকে রেখেছে গাজী গ্রুপ। আজও দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। উইকেট না পেলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ৬টি! মহিউদ্দিন তারেক ৩৬ রানে নিয়েছেন তিন উইকেট। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পেরেছে পারটেক্স। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেছেন হাসানাজ্জামান।
বৃষ্টির কারণে পরে গাজী গ্রুপের টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৪৭। তরুণ অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের ঝড়ো এক ইনিংসে সহজেই জয় নিশ্চিত করেছে গাজী গ্রুপ। মেহেদি মাত্র ১৩ বল খেলে ১টি চার ৪টি ছয়ে ৩৩ রান করেন। সৌম্য সরকার অপরাজিত ছিলেন ১৬ বলে ১৩ রান করে। ৫.৩ ওভারে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের জন্য ৪৭ রান তুলে ফেলে গাজী গ্রুপ।
বিকেএসপির চার নম্বর মাঠে অপর ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়া অধিনায়ক সাকিব আল হাসানকে রেখে খেলতে নেমে বেশ ভালো সংগ্রহই গড়েছিল মোহামেডান। আব্দুল মজিদ, মাহমুদুল হাসানের ব্যাটে ৯ উইকেটে ১৪৩ রান তোলে প্রথমে ব্যাটি করতে নামা মোহামেডান। কিন্তু তারপর এমন বৃষ্টি নামল যে ব্রাদার্স ব্যাটিংয়েই নামতে পারল না। যাতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
মোহামেডানের হয়ে মজিদ ৩৫ ও মাহমুদুল ২৮ রান করেন। ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস ও আল্লাউদ্দিন বাবু।