Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদ, গালিগালাজ ও ঢিল ছোঁড়ার অভিযোগ


১৬ জুন ২০২১ ১৯:১৬

একটি দুটি নয়, তিন তিনটি গুরুতর অভিযোগ সাব্বির রহমানের বিরুদ্ধে। ম্যাচ চলাকালীন ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, কালো নামে ডেকে বিব্রত করেছেন। আর তৃতীয় ও শেষ অভিযোগ হল, তাকে ঢিল ছুঁড়ে মেরেছেন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশকে (সিসিসি) লিখিত আকারে এই অভিযোগ পাঠিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রথম ঘটনাটি গত পরশুর। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচ চলকালীন দলের অলরাউন্ডার ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ‘ব্যাড বয়’ সাব্বির। এক দিন বাদে অর্থাৎ আজ সেই বিকেএসপিতেই ইলিয়াস সানিকে বর্ণবাদী শব্দে নাজেহাল তো করেছেনই সঙ্গে ঢিলও ছুঁড়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুন) বিকেএসপি’র তিন নাম্বার মাঠে ওল্ড ডিওএইচএস’র বিপক্ষে ম্যাচের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। এদিকে দুপুরে বিকেএসপির চার নাম্বার মাঠে পারকেটেক্সের বিপক্ষে ম্যাচ খেলতে সাব্বির লিজেন্ড অব রুপগঞ্জের টিম বাস থেকে নেমে ভেন্যুর পথে যেতে ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে বর্ণবাদী শব্দ উচ্চারণ করেছেন। এবং এক পর্যায়ে ঢিলও ছুঁড়ে মারেন। উদ্ভুত পরিস্থিতিতে সানি কিছুক্ষণ খেলা বন্ধ রেখে ফিল্ড আম্পায়াকে জানালে তিনি ম্যাচ রেফারিকে অবহিত করেন।

এদিন বিকেলে সারাবাংলাকেও একই অভিযোগ করেন ইলিয়াস সানি। তিনি বলেন, ‘আজকে আমি ম্যাচে ফিল্ডিং করছিলাম আমাদের সাথে ডিওএইচএস’র সাথে ম্যাচ ছিল। এ সময় লিজেন্ডস অব রুপগঞ্জের বাস আমাদের পেছনে এসে থামে। আমি যেখানে ফিল্ডিং করছিলাম তার পেছনে। বাস থেকে সবাই নামার পরে সাব্বির রোমান নামে এবং আমাকে কালো, কালো বলে কথা বলছিল। তো আমি ওটাকে খুব একটা গুরুত্ব দেইনি। তো এর পরেই আমাকে ইট ছুঁড়ে মারে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের সাথে আমাদের খেলা ছিল। ওই সময় আমি একজন সিনিয়র প্লেয়ার হিসেবে যখন ইংরেজিতে অতথ্য ভাষায় গালাগালি শুনব, ওই ম্যাচ তো ওখানেই শেষ। এরপর আজ আবার এ ঘটনা ঘটিয়েছে। যখন আমাকে ইট ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে আমি খেলাটা বন্ধ করে আম্পায়রকে বললে তিনি ম্যাচ রেফারিকে জানান।’

অভিযোগের পরিপ্রেক্ষিতে সাব্বির রহমান রোমানের সঙ্গে যোগাযোগ করে সারাবাংলা। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সাব্বির সব অভিযোগই উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি কেন এগুলো করতে যাব? কিছুই করিনি আমি। ইলিয়াস সানি ভাই’র সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। উনি আমার কলিগ।’

মাঠে ও মাঠের বাইরে একের পর অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশের ক্রিকেটে ইতোমধ্যেই ‘ব্যাড বয়’ তকমা জুটিয়েছেন সাব্বির রোমান। এবার ঘটালেন আরও বড় ঘটনা। দেখা যাক এর জন্য কত বড় মূল্য তাকে গুনতে হয়!

ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সাব্বির রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর