Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাইনপুকুরে ডুবল গাজী গ্রুপ ক্রিকেটার্স

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২১:৪২

ডিপিএলের সুপার লিগ আগেই নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১০ম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে জয়টি এলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও ‍সুসংহত হত। কিন্তু বিধি বাম! জয়ের জন্য ১০৮ রানের মামুলি লক্ষ্যে নেমেও মোহর শেখ, সুমন খান ও হাসান মুরাদের কৌশলী বোলিংয়ে শাইনপুকুরের কাছে ৮ রানের হারে মাঠ ছাড়তে হল মোহাম্মদ সালাহউদ্দিন শিষ্যদের। ১৯.৩ ওভারে দলটির সাকুল্যে ৯৯ রান সংগ্রহে সমর্থ হলো।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে টস জিতে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর গাজী গ্রুপ ক্রিকেটার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। স্রেফ সাব্বির হোসেন একাই যা খেললেন। ২৫ বলে এই ওপেনার খেলেছেন ৪১ রানের এক ঝড়ো ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ (১৫) রান আসে সাজ্জাদুল হকের ব্যাট থেকে। এছাড়া আর কেউই ব্যক্তিগত ২০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। তাদের দুজনের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে শাইনপুকুরের সংগ্রহ দাঁড়াল মোটে ১০৭ রান।

বিজ্ঞাপন

গাজী গ্রুপের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ৩টি, শেখ মেহেদি, মহিউদ্দিন তারেক ২টি করে ও মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ১টি উইকেট।

জয়ের জন্য ১০৮ রানের মামুলি লক্ষ্যে ব্যাট নেমে ৬২ রানে ৭ উইকেট হারিয়ে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। ধারণা করা হচ্ছিল ৮ম উইকেটে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান মুকিদুলকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দিয়ে দলকে জয়ের বন্দরে নোঙর করাবেন। কিন্তু শেষ অবধি তাও আর হলো না। থেমে যেতে হল ৯৯ রানেই। তাতেই ৮ রানের স্বস্তির জয়ে মাঠ ছাড়ল শাইনপুকুর।

শাইনপুকুরের হয়ে মোহর শেখ ৪টি, সুমন খান ৩টি, হাসান মুরাদ ২টি ও তানভির ইসলাম ১টি উইকেট নিয়েছেন।

লিগের ১০ ম্যাচে ৬ জয় ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান সংখ্যক ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তমিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর সমান সংখ্যক ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্রাইম ব্যাংকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ডিপিএল ২০২১ বঙ্গবন্ধু ডিপিএল শাইনপুকুর বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর