Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে তামিমকে পাচ্ছে না প্রাইম ব্যাংক


১৭ জুন ২০২১ ১৭:৪২

হাঁটুর চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলতে পারছেন না প্রাইম ব্যাংকের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার তামিম ইকবাল।

গেল বেশ কয়েকদিন যাবত হাঁটুতে চোট অনুভব করছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। ব্যথা তীব্র নয় তবে যতটুকুই আছে তাতে ফিল্ডিং এবং রানিং বিটউইন উইকেটে তার সমস্যা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ।

বিজ্ঞাপন

হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার ন্যূনতম দুই সপ্তাহ লাগবে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে চলতি মাসের শেষে দেশ ছাড়তে হবে টাইগারদের। তাই সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে জাতীয় দলের ওয়ানডে দলপতিকে।

বৃহস্পতিবার তামিম ইকবাল নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ গত বেশ কয়েকদিন ধরে আমি আমার হাঁটুতে ব্যথা অনুভব করছি। বিশেষ করে ফিল্ডিং এবং রানিং বিটুউইন দ্য উইকেটে ব্যথাটি বেশি অনুভব করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের সঙ্গে আমি পরামর্শ করেছি তারা আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আপনারা জানেন যে আর দুই সপ্তাহ পর আমাদের জিম্বাবুয়েতে সিরিজে খেলতে যেতে হবে। এই সময়টা আমার জন্য বিশ্রামে থাকা জরুরি।’

এদিকে সাকিব আল হাসানও নাকি ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে মোহামেডানের হয়ে নামতে পারছেন না। দলটির সঙ্গে তার চুক্তি ছিল রাউন্ড-রবিন লীগ পর্যন্ত। যার মেয়াদ আজই শেষ হয়ে যাচ্ছে।

বিভিন্ন সূত্রের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমেরিকার বিমান ধরবেন দেশ সেরা অলরাউন্ডার। সেখান থেকেই সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়ি জমাবেন।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিপিএল তামিম ইকবাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর