Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদো-পগবাদের সতর্কবার্তায় উয়েফার জরিমানার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১ ০৩:২৭

ক্রিস্টিয়ানো রোনালদোর এক কাণ্ডের জন্য ৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ এর স্পন্সর কোকা কোলার। রোনালদোর দেখানো পথ অনুসরণ কিংবা নিজের ধর্মীয় অনুভূতির কারণে আরেক পানীয় স্পন্সর হেইনিকিনের বোতল নিজের সামনে থেকে সরিয়ে রেখেছিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। এরপর ইতালির আরেক মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিও হাটেন রোনালদোর দেখানো পথে। তিনিও সামনে থেকে কোকা-কোলার বোতল সরিয়ে পানির বোতল রাখেন। আর এরপরেই খেলোয়াড়দের এমন কর্মকান্ডের জন্য সতর্কবার্তা শুনিয়েছে উয়েফা।

বিজ্ঞাপন

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো নিয়মানুযায়ী এসেছিলেন সংবাদসম্মেলনে। সেখানেই তাঁর সামনে টেবিলে রাখা কোকা কোলার বোতল সরিয়ে সামনে রাখলেন পানির বোতল। কোকা কোলার বোতল সরিয়ে পানির বোতল সামনে রাখতে রাখতে রোনালদো বললেন, কোকাকোলা নয়, পানি খান। আর তাতেই ৪ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ল বিশ্বখ্যাত কোমল পানীয় ধস নামলো কোকাকোলা।

আরও পড়ুন: রোনালদোর জন্য ৪ বিলিয়ন ডলারের ক্ষতি কোকা কোলার

কোকাকোলা এবারের ইউরোর অফিশিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়ের বোতল রেখেছে প্রতিষ্ঠানটি। এদিনও ছিল। সংবাদ সম্মেলনে আসার পর দেখেন টেবিলে সাজানো কোকাকোলার দুটি বোতল। বোতল দুটি সরিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে জার্মানির বিপক্ষে ১-০ গোলের জয়ের পর ফ্রান্সের হয়ে সংবাদসম্মেলনে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা। সেখানেই নিজের ধর্মীয় অনুভূতির কারণে হেইনিকিন বিয়ারের বোতল সামনে থেকে সরিয়ে রাখেন পগবা। এরপর বুধবার নকআউট পর্ব নিশ্চিত করা ইতালির হয়ে সংবাদসম্মেলনে এসে কোকা কোলার বোতল সরিয়ে রাখেন ম্যানুয়েল লোকাতেল্লি।

খেলোয়াড়দের এমন কর্মকান্ডের কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে স্পন্সরদের। একারণেই এবার খেলোয়াড়দের সতর্কবার্তা দিল উয়েফা।

উয়েফা ইউরো ২০২০ এর প্রধান কর্মকর্তা মার্টিন ক্যালেন বলেন, ‘উয়েফা সকল খেলোয়াড়দের জানিয়ে দিতে চায় যে তারা সকল সহযোগী স্পন্সরদের সাহায্যের জন্যই টুর্নামেন্ট এবং ইউরোপ জুড়ে ফুটবলের উন্নতিতে কাজ করতে পারছে। খেলোয়াড়রা তাদের নিজ নিজ ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ এবং একারণেই তারা উয়েফার নিয়মনীতি মানতে বাধ্য।’

বিজ্ঞাপন

তবে পল পগবা যে তাঁর ধর্মীয় অনুভূতির কারণে সামনে থেকে বিয়ারের বোতল সরিয়ে রেখেছিলেন সেটা উয়েফার দৃষ্টিগোচর হয়নি। তবে অন্যদের ক্ষেত্রে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে শাস্তির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ক্যালেন।

তিনি বলেন, ‘আমরা উয়েফার পক্ষ থেকে কোনো খেলোয়াড়কে কখনোই জরিমানা করব না। কিন্তু আমরা ওই দেশের ফেডারেশনকে জরিমানা করব এবং পরবর্তীতে ওই ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। প্রত্যেকটি ফেডারেশন আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ।’

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ উয়েফা কোকা-কোলার ক্ষতি ক্রিস্টিয়ানো রোনালদো সতর্কবার্তা খেলোয়াড়দের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর