সাউদাম্পটনে বিপদে ভারত
২১ জুন ২০২১ ১০:১৪
কাইল জেমিসনের পেস তোপে বড় স্কোর গড়তে না পারা ভারতকে পরে ভোগালেন ডেভন কনওয়ে। আঁটসাঁট ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন কদিন আগে অভিষেক হওয়া নিউজিল্যান্ডের ওপেনার। যাতে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেশ বিপদেই পড়েছে ভারত। ২১৭ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। পরে ২ উইকেটে ১০২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ আর ১১৬ রান পিছিয়ে আছেন কিউইরা, হাতে এখনো আট উইকেট।
বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনের প্রায় এক সেশন গেছে বৃষ্টির পেটে। তৃতীয় দিনেও ছিল বৃষ্টির উপদ্রব। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়েছে। তবে এই বৃষ্টির সুবিধাটা ভালো করেই কাজে লাগিয়েছে নিউজিল্যান্ড। খেলা শুরুর পর বৃষ্টি ভেজা উইকেটে গতির ঝড় তুলে ভারতীয়দের নাচিয়েছেন কিউই পেসার কাইল জেমিসন।
৩ উইকেটে ১৪৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেছে আর ৭১ রান যোগ করতেই। দিনের শুরুতেই বিরাট কোহলিকে ফেরান জেমিসন। ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে তৃতীয় দিনে কোনো রান যোগ করতে পারেননি কোহলি। আগের দিনের ৪৪ রানেই ফিরে গেছেন।
জেমিসন পরে আরও তিন উইকেট নিয়েছেন। জেমিসনের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন রিশভ পন্ত (৪)। দ্বিতীয় নতুন বল পেয়েই শর্ট বলের পসরা সাজিয়ে বসেন আরেক পেসার নিল ওয়াগনার। তাতে আরেকটা বড় ধাক্কা খেয়ে বসে ভারত। শর্ট বলে ফিফটির ঠিক আগ মুহূর্তে অজিঙ্কা রাহানেকে ফেরান ওয়াগনার। ফেরার আগে ৫টি চারের সাহায্যে ৪৯ রান করেন ভারতীয় তারকা।
এরপর রবিচন্দ্রন অশ্বিন (২২) আর রবীন্দ্র জাদেজাই (১৫) শুধু দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। ২১৭ রানে গুটিয়ে যায় ভারত। তারপর ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয় নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ৭০ রান তোলেন টম লাথাম ও কনওয়ে। অবশ্য দুজন ফিরেছেনও অল্প সময়ের মধ্যে। পরে শেষ বিকেলটা দারুণভাবে কাটিয়ে দিয়েছেন দুই অভিজ্ঞ রস টেলর ও কেন উইলিয়ামসন।
কনওয়ে ১৫৩ বল খেলে ৬টি চারে ৫৪ রান করেন। ১০৩ বল খেলে ৩০ রান করেন টম লাথাম। দিন শেষে ১২ রানে অপরাজিত কেন উইলিয়ামসন। ভারতের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা।