Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসানুজ্জামানের সেঞ্চুরিতেও জেতা হলো না পারটক্সের


২১ জুন ২০২১ ১৫:১৯

পারটেক্স স্পোর্টিং ক্লাব নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে! চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচ খেলে এখনো একটাও জয় পায়নি দলটি। আজ দলের ওপেনার হাসানুজ্জামান সেঞ্চুরি করেছেন, পারটেক্সের স্কোর গিয়ে ঠেকেছে ১৭৬ রানে। তবুও ম্যাচ জেতা হয়নি পারটেক্সের। তাদের বিপক্ষে আগে ব্যাটিং করে যে ১৯৯ রানে পাহাড় গড়েছিল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। সুপার লিগে ডিওএইচএসের বিপক্ষে আজ ২৩ রানে হেরেছে পারটেক্স।

বিজ্ঞাপন

ডিপিএলের প্রথম পর্বে রাজত্ব করেছেন বোলাররা। ব্যাটাররা বড় রান করতে পারেননি, দলীয় বড় ইনিংসও দেখা যায়নি। বেশিরভাগ ম্যাচই হয়েছে অল্প পূঁজির। তবে সুপার লিগে এসে দেখা যাচ্ছে অন্য দৃশ্য। সুপার লিগে এখন পর্যন্ত বেশিরভাগ দলই ভালো রান তুলতে পেরেছেন।

সোমবার (২১ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির তিন নম্বর মাঠে ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথমে ব্যাটিং করতে নামা ওল্ড ডিওএইচএস। এই ইনিংসেও সেঞ্চুরি হতে পারত। ২০ ওভার যখন শেষ হলো ডিওএইচএসের ওপেনার রাকিন আহমেদ ৫৮ বলে ১১টি চার ৫টি ছক্কায় ৯২ রানে অপরাজিত ছিলেন। দলটির পক্ষে শেষ দিকে ৩৫ বলে ৪টি চার ২টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মোহাইমিনুল খান।

পরে বড় সংগ্রহের জবাব দিতে নেমেই বিপদে পড়ে যায় পারটেক্স। দলীয় খাতায় কোন রান যোগ হওয়ার আগেই দুই উইকেট হারায় দলটি। কিন্তু অধিনায়ক হাসানাজ্জামান লড়াই করলেন বুক চিতিয়ে। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত লড়ে গেছেন তিনি।

এতে তাকে কিছুটা সঙ্গ দিতে পেরেছেন কেবল আব্বাস মুসা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানে থেমেছে পারটেক্সের ইনিংস। এর ১০৫ রানই এসেছে হাসানুজ্জামানের ব্যাট থেকে। ৫২ বল খেলে এই রান করার পথে তিনি চার মেরেছেন ১১টি, ছক্কা ৭টি। মুসা ২৯ বলে করেন ৩১ রান।

১৫তম ওভারের শেষ বলে আনিসুল ইসলাম ইমনের বলে এক রান নিয়ে ৪৮ বলে সেঞ্চুরি পূরণ করেন হাসানুজ্জামান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ঘরোয়া ক্রিকেটে বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন পারভেজ হোসেন ইমন।

বিজ্ঞাপন

ওল্ড ডিওএইচএসের হয়ে তিনটি উইকেট পেয়েছেন আব্দুর রশিদ। দুটি করে উইকেট নিয়েছেন রকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল।

ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর