Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন আর্জেন্টিনা কোচ


২৮ জুন ২০২১ ১৮:০১

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই বরাবরই বাড়তি আলোচনা, উন্মাদন। আর সেটা যদি হয় কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে তাহলে তো কথাই নেই! সমীকরণ বলছে, চলতি কোপা আমেরিকায় গ্রুপ পর্ব বা নকআউট পর্বে ফুটবলের জনপ্রিয় দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভবনা নেই। দুই দল ফাইনালে উঠলেই কেবল ব্রাজিল-আর্জেন্টিনার মহরণ দেখা যেতে পারে। সম্ভব্য এই লড়াই নিয়ে আলোচনাও শুরু হয়ে গেছে। এর মধ্যেই ব্রাজিলকে বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

সম্প্রতি সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে ব্রাজিল। দলটির সেরা তারকা নেইমার জাতীয় দলের হয়ে আছেন স্বপ্নের ফর্মে। অন্যদিকে আর্জেন্টিনা অনেকদিন ধরেই বেসুরো সেতারা। ফা্ইনালে দুই দল মুখোমুখি হলে ব্রাজিলকেই হয়তো ফেভারিট বলবেন অনেকে। তবে আর্জেন্টিনা কোচ বুঝিয়ে দিলেন, এসব ভেবে নিশ্চয় বসে থাকবে না তার দল। ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষেই হেরেছে স্মরণ করে দিলেন স্কোলানি।

নেইমারের উড়ন্ত ব্রাজিল সর্বশেষ হেরেছিল সেই ২০১৯ সালের নভম্বরে। আর তা আর্জেন্টিনার বিপক্ষেই (১-০ গোলে)। ব্রাজিল আর্জেন্টিনার ফাইনালের আলোচনায় ফেভারিট তত্ত্ব নিয়ে আলোচনা উঠলে স্কালোনির উত্তর, ‘ব্রাজিল কিন্তু সবশেষ ম্যাচ হেরেছে আর্জেন্টিনার কাছেই। সৌদি আরবে ম্যাচটিতে দু্ই দলই ছিল প্রায় সমানে সমান। দুটি শক্তিশালী দলের লড়াইয়ে যে কোনো কিছুই হতে পারে। তাদের সঙ্গে খেলা হলে দারুণ একটি লড়াই হবে।’

চলতি কোপায় গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতে অন্যটি ড্র করেছে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করার পর উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল। স্কালোনি বললেন, ঠিক পথেই এগুচ্ছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব দলকেই কঠিন সময় উপহার দিতে পারি আমরা এবং সর্বোচ্চ লড়াই করতে পারি। নিজেদের পথ আমাদের জানা আছে এবং সামনের যে কোনো কিছুর জন্য সেরাটা দিতে আমরা প্রস্তুত।’

রাত পোহালের গ্রুপ পর্বের চার নম্বর ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

বিজ্ঞাপন

কোপা আমেরিকা ২০২০ ব্রাজিল-আর্জেন্টিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর