Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপে বললেন ‘ঘুমানো কঠিন হবে’


২৯ জুন ২০২১ ১৬:৫৬

ক্যারিয়ারের প্রথম বড় টুর্নামেন্টেই ‘হিরো’ বনে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ১৮ বছর বয়সে ২০১৮ সালে বিশ্বকাপ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিলেন ফরাসি তরুণ। কিংবদন্তি পেলের পর প্রথম কিশোর হিসেবে বিশ্বকাপ ফাইনলে গোল করেছিলেন পুরো টুর্নামেন্টে দারুণ খেলা এমবাপে। বিশ্বকাপের পর ঘরোয়া ফুটবলেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তরুণ তারকা। কিন্তু মুদ্রার ওপিঠ দেখতে বেশি দেরি করতে হলো না।

বিজ্ঞাপন

পারলে ক্যালেন্ডারের পাতা থেকে চলতি ইউরোটা মুছেই দিতে চাইবেন ফরাসি তরুণ। চার ম্যাচ খেলে গোল পাননি একটিও। দলে অ্যান্থনিও গ্রিজমান, করিম বেনজেমা, পল পগবার মতো অভিজ্ঞ ফুটবলাররা থাকলেও ফ্রি-কিক, কর্ণার কিকগুলো নিচ্ছিলেন এমবাপে, তা নিয়েও সমালোচনা হচ্ছিল। এর মধ্যে বড় সর্বনাশটা করলেন গতরাতে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে মাঠের খেলায় অন্তত তিনটি সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেননি এমবাপে। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। পেনাল্টি শ্যুটে দুই দলের নয়জন গোলের দেখা পেয়েছেন। কিন্তু ফ্রান্সের হয়ে পঞ্চম শটটি নিতে গিয়ে গোল করতে পারেননি এমবাপে।

যাতে সুইচদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং চলতি ইউরোর অন্যতম সেরা ফেভারিট মনে করা ফ্রান্সকে। সমালোচকরা ছেকে ধরেছেন তরুণ তারকাকে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এমবাপে।

নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে লিখেছেন, ‘চিত্র বদলে দেওয়া এখন কঠিন। বাদ পড়ার কষ্ট প্রবল, আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি। এই পেনাল্টির জন্য আমি দুঃখিত। দলকে সহায়তা করতেই চেয়েছিলাম আমি, কিন্তু ব্যর্থ হয়েছি। ঘুমানো কঠিন হবে এখন। তবে যে খেলাটাকে এত ভালোবাসি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে এমন উত্থান-পতন থাকেই।’

আরও শক্ত হয়ে ফিরে আসার কথা শুনিয়েছেন এমবাপে, ‘আমি জানি, সমর্থকরা হতাশ। তার পরও তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য ও সবসময় বিশ্বাস রাখার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পরের লড়াইয়ের জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসা।’

বিজ্ঞাপন

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেছেন এমবাপের ওপর কারও ক্ষোভ নেই, ‘আমার মনে হয়, এই হার সবাইকে সাহায্য করবে। কিলিয়ান যদিও এবার গোল করতে পারেনি, তবে আমাদের আক্রমণে চূড়ান্ত ভূমিকা ছিল তার। শেষ পেনাল্টি নেওয়ার দায়িত্বও সে নিজে নিয়েছে। তার প্রতি কারও ক্ষোভ নেই।’

ইউরো ২০২০ কিলিয়ান এমবাপে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর