ইউরোর কোয়ার্টারে কখন, কে কার মুখোমুখি?
৩০ জুন ২০২১ ১৫:৩২
জার্মানি ও সুইডেনের বিদায়ের মধ্যদিয়ে মঙ্গলবার রাতে শেষ হলো ইউরোর শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আটটি দল এখন আরও একধাপ এগিয়ে যেতে প্রস্তুত হচ্ছে। ইউরোর কোয়ার্টারের লড়াই শুরু হবে আগামী ২ জুলাই।
গ্রুপ পর্ব ও শেষ ষোলোর বাঁধা পেরিয়ে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন। ফেভারিট দলগুলোর মধ্যে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ওয়েলস।
কোয়ার্টারের প্রথম লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ২ জুলাই সেইন্ট পিটার্সবার্গে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
পরের দিন মিউনিখে বাংলাদেশ সময় রাত ১টায় ইতালি লড়বে বেলজিয়ামের বিপক্ষে। একই দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় কোয়ার্টারের ওপর লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে খেলবে চেক প্রজাতন্ত্র, ম্যাচটা হবে বাকুতে। কোয়ার্টারের চার নম্বর ম্যাচটা হবে ৪ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় রোমে মুখোমুখি হবে ইউক্রেন ও ইংল্যান্ড।