র্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন উইলিয়ামসন
৩০ জুন ২০২১ ২০:৪৭
বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজত্ব করেছেন বোলাররা। এর মধ্যেও ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৫২, তার গুরুত্বপূর্ণ এই দুটি ইনিংসের কল্যাণেই লো-স্কোরিং ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাতেনাতেই। অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে হটিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ব্যাটিং ক্যাটাগরিতে শীর্ষে ফিরেছেন তিনি।
ব্যাটিংয়ের সেরা পাঁচে পরিবর্তন এই একটাই। শীর্ষে ওঠা উইলিয়ামসনের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯০১। দুই নম্বরে নেমে যাওয়া স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৯১। তিনে থাকা আরেক অস্ট্রেলিয়ান মারনাস লাবুশনের রেটিং ৮৭৮। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুব একটা সুবিধা করতে না পারা বিরাট কোহলি ৮১২ রেটিং নিয়ে আছেন চার নম্বরে। ৭৯৭ রেটিং নিয়ে পাঁচে জো রুট।
এদিকে, সপ্তাহখানেক আগে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে ওঠা রবীন্দ্র জাদেজা জায়গা হারিয়েছেন। ফাইনালে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করা জাদেজা বল হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। তার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। জাদেজাকে হটিয়ে আবারও শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
শীর্ষে থাকা হোল্ডারের রেটিং ৩৮৪। দুই নম্বরে নেমে যাওয়া জাদেজার রেটিং ৩৭৭। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের রেটিং পয়েন্টও ৩৭৭। ৩৩৮ রেটিং নিয়ে পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান।
বোলিংয়ে খুব বেশি পরিবর্তন নেই। সেরা পাঁচে যথাক্রমে প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জস হ্যাজেলউড ও নীল ওয়াগনার। ফাইনালে ৫ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন জেমিসন। ৬১ রানে ফাইনালে ৭ উইকেট নেওয়া কিউই পেসার সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩তম অবস্থানে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি টেস্ট র্যাংকিং কেন উইলিয়ামসন