Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট জটিলতায় দলছুট টাইগারদের ফিজিও


১ জুলাই ২০২১ ২১:০৬

পাসপোর্ট জটিলতায় জিম্বাবুয়েতে টাইগারদের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত এই ইটালিয়ান সম্প্রতি তার পাসপোর্ট রি-ইস্যু করতে দিয়েছিলেন কিন্তু তা এখনো হাতে পাননি।

তার অনুপস্থিতিতে টাইগারদের দায়িত্ব পালন করছেন স্থানীয় ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১ জুলাই) জিম্বাবুয়ে থেকে মুঠোফোনে সংবাদমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন সফরে বাংলাদেশ দলের টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি।

তিনি জানিয়েছেন, ‘উনি (ক্যালেফাতো) এখনও আসতে পারেননি। পাসপোর্ট রি-ইস্যু করতে দিয়েছিলেন। সেটি এখনও হাতে পাননি। তাই আসতে পারেননি।’

তবে তিনি যোগ দিতে না পারলেও কোচিং স্টাফের অন্যান্য সদস্য হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ, ব্যাটিং পরার্শক অ্যাশওয়েল প্রিন্স ও ট্রেনার নিক লি ইতোমধ্যেই মুমিনুল-তামিমদের সঙ্গে যোগ দিয়েছেন।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে গত মঙ্গলবার রাতে হারারে পৌঁছেছে মুমিনুল হক অ্যান্ড কোং। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখে ১ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে সফরকারি বাংলাদেশ। ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জুলিয়ান ক্যালেফাতো ফিজিও বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর