Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা ছাড়া অন্যকিছু ভাবছেন না মেসি


৪ জুলাই ২০২১ ১৩:৪১

ব্যক্তিগত পর্যায়ে কতো কিছুই জিতেছেন লিওনেল মেসি। ছয়বার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। ক্লাব ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারই বলা হয় তাকে। কিন্তু জাতীয় দল আর্জেন্টিনার হয়ে এখনো বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ মেসি। দলকে টেনে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন, কোপা আমেরিকার ফাইনালেও তুলেছেন একাধিকবার। কিন্তু শিরোপাটা অধরাই রয়ে গেছে। অধরা শিরোপার আরও একবার কাছাকাছি মেসি।

রোববার (৪ জুলাই) সকালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের নায়ক মেসি। শেষ মুহূর্তে ফ্রি-কিকে অসাধারণ এক গোল করেছেন। আর্জেন্টিনার বাকি দুই গোলও তার বানিয়ে দেওয়া। এবার পুটো টুর্নামেন্টটাই ভালো কাটছে মেসির।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোলদাতা তিনি। সবচেয়ে বেশি অ্যাসিস্টও তার। গোল করেছেন ৪টি, অ্যাসিস্টও ৪টি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হওয়ার সম্ভবনা বেশ উজ্জ্বল। তবে মেসির এসব নিয়ে আগ্রহ নেই। বলেছেন শিরোপা ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছেন না বার্সেলোনা ও আর্জেন্টিনার অধিনায়ক।

ইকুয়েডরের সঙ্গে দারুণ জয়ের পর বলেছেন, ‘সবসময় বলে বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে গৌণ। আমরা এখানে এসেছি ভিন্ন কিছুর জন্য। আমাদের একটি লক্ষ্য আছে এবং আমাদের মনোযোগ পুরোপুরি সেদিকেই। কঠিন ম্যাচ ছিল এটি। আমরা জানি, যে কোনো প্রতিপক্ষই কতটা কঠিন হয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা শিরোপার লক্ষ্যে আরেক ধাপ সামনে এগিয়েছি।’

শুধু মেসির নয়, শিরোপা ক্ষরা চলছে আর্জেন্টিনারও। ১৯৯৩ সালের পর থেকে বড় কোনো শিরোপা জিতেনি দলটি। এবার সেই আক্ষেপ ঘুচানোর রাস্তায় মেসিদের পরবর্তী বাঁধা কলম্বিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২১ লিওনেল মেসি

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর