‘ফেভারিট হলেও ভালো খেলেই পেরুকে হারাতে হবে’
৫ জুলাই ২০২১ ১৭:১২
কোপা আমেরিকা ২০২১ এর গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় আর ড্র একটিতে। এরপর কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে ব্রাজিল। আর সেমিতে গত আসরের রানার্সআপ পেরুর মুখোমুখি সেলেসাওরা। গ্রুপ পর্বে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করলেও তাদের হালকা ভাবে দেখছেন না ব্রাজিল কোচ। তাই তো ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে জানিয়ে দিলেন, ফেভারিট হলেও পেরুকে হারাতে হলে ভালো ফুটবল খেলতে হবে নেইমারদের।
ঘরের মাঠ রিও ডি জেনেরিওতে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুর মুখোমুখি ব্রাজিল। শক্তিমত্তা এবং বর্তমান ফর্মের বিচারে পেরুর থেকে এগিয়ে ব্রাজিল। তবে তাতে কি? ব্রাজিল কোচ তিতে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন সেমিফাইনালে জিততে হলে ভালো ফুটবল খেলতে হবে।
গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে পরাস্ত করলেও তা শিষ্যদের ভুলে যেতে বলে দিয়েছেন তিতে। আর ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামার আগে তিতের গুরুত্বে কেবল সেমিফাইনালের ম্যাচটিই।
তিতে বলেন, ‘দুই দল অনেকবার মুখোমুখি হয়েছে। আমরা ফাইনালে খেলেছি, গ্রুপ পর্বে খেলেছি, বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছি। তবে এটা ভিন্ন সময়ে, ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন একটি ম্যাচ। অবশ্যই দারুণ লড়াই হবে। নিজেদের লক্ষ্য পূরণে ওদের চেয়ে আমাদের ভালো খেলতে হবে। আর পেরুরও লক্ষ্য এটাই হবে।’
সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ হারের মুখ দেখেনি ব্রাজিল আর গোলের দেখে পেয়েছে প্রত্যেকটি ম্যাচেই, বিপরীতে প্রতিপক্ষকে ৮বার গোল বঞ্চিত করেছে। অন্যদিকে নিজেদের শেষ চার ম্যাচে অপরাজিত আছে পেরুও। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারের পর কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেললেও হারেনি একটিতেও।
তাই তো সতর্ক বার্তা কেবল সেলেসাও কোচ তিতের মুখেই নয়। ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে আসা মিডফিল্ডার ফ্রেডের মুখেও শোনা গেল। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা স্পষ্ট যে, স্বাগতিক দল হিসেবে আমরা ফেভারিট। তবে এই ভাবনা মাঠে না নিয়ে কীভাবে এর সঙ্গে মানিয়ে নিতে হয়, সেটা আমাদের জানতে হবে। যেভাবে খেলে আসছি আমাদের সেভাবেই খেলা চালিয়ে যেতে হবে। মাঠে নেমে স্রেফ খেলতে হবে এবং দেখাতে হবে আমাদের সামর্থ্য।’
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের অন্যতম তারকা গাব্রিয়েল জেসুসকে। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়ায় খেলতে পারবেন না। একই কারণে পেরুর আন্দ্রে কারিলোও নেই।
সারাবাংলা/এসএস
কোপা আমেরিকা ২০২১ তিতে নেইমার জুনিয়র ব্রাজিল বনাম পেরু সেমিফাইনাল