তীরে গিয়ে তরী ডুবল লিটনের
৭ জুলাই ২০২১ ২০:৩৯
১০৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন উইকেটে এসেছিলেন লিটন কুমার দাস। তারপর থেকে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করে গেলেন উইকেটরক্ষক ব্যাটার। তবে ফিরতে হয়েছে হতাশ হয়ে। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে গেছেন লিটন।
ডানহাতি ক্রিকেটার সেঞ্চুরি না পেলেও তার এই ইনিংসের কল্যাণে বিপদের মুখ থেকে অবশ্য ঠিকই অনেকটা এগিয়েছে বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নেমে বড় বিপদেই পড়েছিল বাংলাদেশ। বিপদে ছিলেন লিটনও। আগের ২৪ টেস্টে সেঞ্চুরি পাননি, গড় মাত্র ২৮.৩৬। শুধু টেস্ট নয়, ওয়ানডে, টি-টোয়েন্টিতেও লিটনের সময়টা যাচ্ছে যাচ্ছেতা। জাতীয় দলের জার্সিতে অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। দল থেকে বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। টিকে থাকতে হলে নিজের সামর্থের জানান দিতেই হতো লিটনকে। সেটা দিলেন আজ দলের বিপদের মুখে।
হারারে টেস্টে ৮ রানে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফেলা বাংলাদেশ একশ পেরুতেই সাদমান ইসলাম, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানকেও হারায়। সম্প্রতি সাদা পোশাকের নাজুক বাংলাদেশের করুণ ব্যাটিং পরিনতি আরেকবার দেখার অপেক্ষা তখন। সেখান থেকেই ঘরে দাঁড়ালেন লিটন।
প্রথমে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ছোট একটা জুটি গড়ে দলের ধস ঠেকিয়েছেন। পরে ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩৮ রানে জুটি গড়ে দলকে বেশ শক্ত অবস্থানে নিয়েছেন লিটন। শুধু সেঞ্চুরিটাই পেলেন না, তাছাড়া ব্যাটিংয়ে আজ সবই করে দেখিয়েছেন তরুণ ক্রিকেটার। ১৪৭ বলে ৯৫ রানের ইনিংসটি ছিল নান্দনিক, চার মেরেছেন ১৩টি।
এই ৯৫ রান লিটনের ক্যারিয়ার সেরা। টেস্টে আগের সর্বোচ্চ ছিল ৯৪ রান। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে আউট হয়েছিলেন ৯৪ রানে। অর্থাৎ একটু এদিক-ওদিক হলে টেস্টে সেঞ্চুরি না পাওয়া লিটনের সেঞ্চুরি থাকতে পারত দুটি!