Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে মিশনে দেশ ছেড়েছেন মোস্তাফিজ-রুবেলরা


৮ জুলাই ২০২১ ২০:২৬

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলেতে ঢাকা ছেড়েছেন দেশে অবস্থানরত ওয়ানডে দলের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইসের একটি বিমানে হারারের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান লাল সবুজের ওয়ানডে দলের সদস্যরা।

এদিকে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে শুক্রবার একই সময় একই ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে দেশে অবস্থানকারী টি-টোয়েন্টি সদস্যদের।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র বৃহস্পতিবার (৯ জুলাই) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছে।

টেস্ট দলের বাইরে ওয়ানডে দলে যারা ছিলেন; নাইম শেখ, মোসাদ্দেক হোসেন, মো. মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদদ সাইফউদ্দিন. মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

টি টোয়েন্টি বহরে যারা থাকছেন: সৌম্য সরকার, শামিম পাটোয়ারি, নাসুম আহমেদ, শেখ মেহেদি ও আমিনুল ইসলাম বিপ্লব।

এর আগে ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর টি টোয়েন্টি সিরিজের ঘোষণা করে ১৬ সদস্যের দল।

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। একই ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ জুলাই গড়াবে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর