Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারলে বল দিয়ে কিছু করো, মুজরাবানিকে তাসকিন

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২১ ০০:১৯

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই টাইগারদের ব্যাটাররা ব্যর্থতার দায়ে মাঠ ছাড়েন। দিন শেষে উইকেটে ছিলেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ এবং টেলএন্ডার তাসকিন আহমেদ। আর দ্বিতীয় দিনে ব্যাট হাতে পুরোদস্তুর একজন ব্যাটারের মতো ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তাসকিন। আর তাসকিনের এমন দৃঢ় ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়ে গালির আশ্রয় নেয় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তাসকিনকে  বেশ কয়েকবার গালিও দেওয়াতেই মাঠের ভেতর তেড়ে গিয়েছিলেন তাসকিন।

বিজ্ঞাপন

আর তেড়ে যাওয়ার আগে ইনিংসের ৮৫তম ওভারে মুজারাবানির অফস্টাম্পের বাইরে দেওয়া বাউন্সার ছেড়ে দেন তাসকিন। বলটি উইকেটরক্ষকের কাছে পৌঁছানোর আগেই হাত ঘুরিয়ে, কোমর দুলিয়ে নাচের এক ভঙ্গি করে বসেন তিনি। তাসকিনের এমন নাচের ভঙ্গিতে ক্ষিপ্ত হয়ে কিছু একটা বলেন মুজরাবানি। এর আগের বলেই তাসকিন অফ ড্রাইভে একটি বাউন্ডারি মেরেছিলেন। এমন অবস্থায় তাসকিনের দিকে তেড়ে গিয়েছিলেন মুজারাবানি।

এরপর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মুজরাবানির বুকের সঙ্গে বুক মিলিয়ে তর্কে জড়ান তাসকিন। এ ব্যাপারে তাসকিন বলেন, ‘ ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল, বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল, আমিও ভালো সামলাচ্ছিলাম। বিরক্ত হয়ে ও বেশ কয়েকবার গালি দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছো, বল দিয়ে পারলে কিছু কর?’ এটাই বলেছি, আর কিছু না।’

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর