Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সেশনে বাংলাদেশের স্বস্তি


৯ জুলাই ২০২১ ১৮:৫৪ | আপডেট: ১০ জুলাই ২০২১ ০০:০৩

হারারে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য ছিল বড্ড হতাশার। এক ব্রেন্ডন টেলরের উইকেটটা তুলে নেওয়ার বিনিময়ে ৯৫ রান খরচ করেছিলেন বাংলাদেশি বোলাররা। সে হিসেবে দিনের দ্বিতীয় সেশনটা কাটল দুর্দান্ত। এই সেশনে মাত্র ৩৫ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

চা বিরতির আগে জিম্বাবুয়ের স্কোর ৫ উইকেটে ২৪৪। অর্থাৎ এখানো ২২৪ রানে পিছিয়ে আছেন স্বাগতিকরা। উইকেটে আছেন কাইতানো ৮২ রানে। তার সঙ্গে ১০ রানে ব্যাট করছেন রেগিস চাকাভা। গতকাল বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে রান না পাওয়া সাকিব আজ দ্বিতীয় সেশনেরও রাজা।

বিজ্ঞাপন

গতির ঝড়ে রয় কাইয়াকে ফেরান তাসকিন আহমেদ। অফস্টাম্পের বাইরে বল দিয়ে ব্যাটারদের বারবার প্রলুব্ধ করছিলেন তাসকিন। এসবের মধ্যেই তার দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন রয় কাইয়া (০)।

ডিনো মায়ার্স, তিমিসেন মারুমারা দেখেশুনে এগুচ্ছিলেন। তবে সাকিবের বোলিংয়ে ছিল বৈচিত্র্য। তাতেই কাটা পড়েছেন মারুমা, মায়ার্স। ব্যক্তিগত ২৭ রানের মাথায় সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন মায়ার্স। মারুমা ১৭ বল খেলে রানের খাতা খোলার আগেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়েছেন।

এর আগে ১ উইকেট ১১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ের হয়ে আজ সকালে বাংলাদেশকে ভোগালেন ব্রেন্ডন টেলর। টেলর টেস্টে বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভয়ঙ্কর। টেস্ট ক্যারিয়ারের ৫টি সেঞ্চুরি চারটিই এই বাংলাদেশের বিপক্ষে। আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা টেলর আজ দিনের শুরু থেকেই দারুণ খেলছিলেন।

বাংলাদেশের পেস-স্পিন মিশেল আক্রমণের বিপক্ষে ওয়ানডে গতিতে রান তুলেছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক। সেঞ্চুরির সম্ভবনা জাগিয়ে কাটা পড়েছেন অবশ্য সেই অতিআক্রমণাত্মক হতে গিয়েই। মেহেদি হাসান মিরাজের সাধারণ এক ডেলিভারি পা বাড়িয়ে টেনে স্লগ করার চেষ্টা করতে গিয়ে স্কয়ার লেগে ইয়াসির আলির হাতে ক্যাচ তুলে দিয়েছেন টেলর। তার আগে ৯২ বলে করেছেন ৮১ রান। তার ইনিংসে চার ১২টি, ছক্কা ১টি।

বিজ্ঞাপন

টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সাফল্য ওই একটাই। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ ও মুমিনুল হকের ব্যাটে ৪৬৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ অপরাজিত ১৫০, লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক ৭০ রান করেন। জিম্বাবুয়ের হয়ে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর