Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু মেসি নয় পুরো আর্জেন্টিনা দল নিয়ে ভাবতে হবে’

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২১ ২২:৩৭

ক্লাব ফুটবলে লিওনেল মেসির মুখোমুখি প্রতি মৌসুমেই হয় ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় দুর্দান্ত পারফর্ম করা মধ্যমাঠের খেলোয়াড় ক্যাসেমিরোর। কখনো মেসি ক্যাসেমিরোকে নাস্তানাবুদ করে ছাড়েন তো কখনো মেসিকে বোতলবন্দি করে ফেলেন ক্যাসেমিরো। তবে এবারেই প্রথম দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্টে মেসির বিপক্ষে লড়াইয়ে নামবেন ক্যাসেমিরো। আর ফাইনালের আগেই জানিয়ে দিলেন, কেবল মেসিকে নিয়েই ভাবলে চলবে না। এবারের আর্জেন্টিনা দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছেন, তাই ভাবতে হবে বাকিদের নিয়েও।

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে ভিন্ন ভিন্ন সময়ে লিওনেল মেসি খেলেছেন ক্যাসেমিরোর রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সুতরাং একে অন্যের বিপক্ষে খেলার বেশ অভিজ্ঞতা আছে দুইজনেরই। অধিকাংশ সময়ই মেসিকে আটকানোর গুরুদায়িত্বটাও পড়ে এই ডিফেন্সিভ-মিডফিল্ডারের ওপর। ফলে খুব ভালো করেই তার জানা আছে, বার্সেলোনা ফরোয়ার্ডকে সামলানোর কাজ কতটা কঠিন। কিন্তু ফাইনালের আগে শুধুমাত্র মেসিকে নিয়ে ব্যস্ত না থেকে তার নজর আর্জেন্টিনা দলের বাকি সদস্যদের দিকেও।

বিজ্ঞাপন

সুপার ক্লাসিকো ফাইনালের আগে ক্যাসেমিরো বলেন, ‘আমি শুধুমাত্র মেসিকে নিয়ে ভাবছি না, কারণ আর্জেন্টিনায় মেসি ছাড়া অন্যরা আছে। একে-অপরের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে এবং তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে, কিন্তু আর্জেন্টিনা মানেই মেসি নয় এবং ব্রাজিলের শক্তিশালী রক্ষণও ক্যাসেমিরো নির্ভর নয়। (ব্রাজিল দলে) সবাই রক্ষণে সাহায্য করে এবং সবাই আক্রমণে যায়, সুতরাং এটা একটি অসাধারণ ম্যাচ হতে যাচ্ছে।’

ক্যাসেমিরো আরও বলেন, ‘তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় রয়েছে, শুধু একজন মেসিই নয়। তার মান সম্পর্কে আমরা অবগত, এটা আমি বেশ কয়েকবার বলেছি, তাই আমাদের পুরো আর্জেন্টিনা দলকে মূল্যায়ন করতে হবে এবং তাদের সবাইকে নিয়ে ভাবতে হবে।’

কোপা আমেরিকা-২০২১ এ দুর্দান্ত পারফর্ম করে আসছে ব্রাজিল। গ্রুপ পর্বের চার ম্যাচের প্রথম তিনটিতে জয় আর একটি ড্র, এরপর কোয়ার্টার ও সেমিফাইনাল মিলিয়ে মোট ছয় ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণ মাত্র তিনটি গোল হজম করেছে গোটা টুর্নামেন্টে। ব্রাজিল টুর্নামেন্ট জুড়ে গোল করেছে ১২টি, বিপরীতে আর্জেন্টিনার গোল সংখ্যা ১১টি।

টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জয়ের লক্ষ্য পূরণে টুর্নামেন্ট জুড়ে যে পারফরম্যান্স সেলেসাওরা দেখিয়েছে ফাইনালেও একই রকম পারফর্ম করতে হবে বলে মনে করেন ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার জন্য কাজ করছি। কিন্তু আমরা জানি, প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে আমাদের সর্বোচ্চটা দিতে হবে, কারণ ছোট ছোট ব্যাপারগুলিই গড়ে দেবে বড় পার্থক্য। তাই প্রতিপক্ষের শক্তির কথা না ভেবে নিজেদের সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য। তিতে আমাদের সবসময় দলে ভারসাম্য রাখতে বলেন, আর সেটা হলো জমাট রক্ষণ ও শক্তিশালী আক্রমণের সমন্বয়। স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান দলের আক্রমণভাগে মানসম্পন্ন খেলোয়াড় থাকে। তবে (আমাদের) এখনকার রক্ষণের শক্তি আক্রমণভাগের চেয়েও বেশি, যা খুবই গুরুত্বপূর্ণ।’

রিও ডি জেনেরিওর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

সারাবাংলা/এসএস

কোপা আমেরিকা ২০২১ কোপা আমেরিকার ফাইনাল ক্যাসেমিরো ব্রাজিল বনাম আর্জেন্টিনা লিওনেল মেসি সুপার ক্লাসিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর