Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ট্রফির দাম কতো?


১২ জুলাই ২০২১ ১৭:০২

ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবারের শিরোপাটা নিজের করে নিয়েছে ইতালি। ইতালিয়ানদের জন্য এই শিরোপা নিশ্বন্দেহে অনেক দামি। সেই ১৯৬৮ সালে সর্বশেষ ইউরো জিতেছিল দলটি। তারপর কত তারকা, মহাতারকা ইতালির হয়ে খেলেছেন কিন্তু ইউরো জিততে পারেনি কেউই। বোনুচ্চি, কিয়েল্লিনি, বারেল্লা, দোন্নারুমা, কিয়েসাদের নিয়ে এবার সেই আক্ষেপ ঘুচালেন রবার্তো মানচিনি।

বিজ্ঞাপন

ইতালিয়ানদের জন্য ট্রফিটা কতো প্রয়োজন ছিল তা বুঝাতে আরেকটু বলা যাক। চার বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি গত বিশ্বকাপের বাছাই পর্বই পেরুতে পারেনি! এর চেয়ে বড় লজ্জ্বা আর কী হতে পারে! বিশ্বকাপের পর থেকেই ইতালির বদলে যাওয়ার শুরু। ম্যানচেস্টার সিটিকে প্রথম প্রিমিয়ার লিগ জেতানো কোচ বরাতো মানচিনি দায়িত্ব নিলেন ইতালির। তারপর থেকেই ইতালির বদলের শুরু।

চিরাচরিত রক্ষণাত্মক ফুটবলের প্রথা ভেঙে ইতালিকে কিছুটা আক্রমণাত্মকও বানাতে চেয়েছেন মানচিনি। রক্ষণ শক্ত রেখে মানচিনির দল পায়ে বল থাকলে তড়িৎ আক্রমণেও উঠে। এই কৌশলে ইতালি কতটা সফল পরিসংখ্যানই বলে দিচ্ছি। টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত ইতালি। মানচিনির দল সবচেয়ে বড় সাফল্যটা পেলো গতরাতে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শিরোপা জয়ের মধ্যদিয়ে।

বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলটি পরের বারই ইউরো চ্যাম্পিয়ন! ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরন বলছেন এটাকে। কালকের শিরোপা জয় ইতালিয়ানদের আর্থিক ভাণ্ডারকেও শক্ত করেছে।

ফাইনাল জেতার কারণে ইতালির পকেটে গেছে ১ কোটি ইউরো। শিরোপা জিতে সব মিলিয়ে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৪০ লাখ ইউরো জিতেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় অংকটা প্রায় ৩৪২ কোটি টাকা। ফাইনালে ওঠা দল ইংল্যান্ড পেয়েছে ৭০ লাখ ইউরো। সব মিলিয়ে ইংলিশরা প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা, বাংলাদেশি মুদ্রায় যা ৩০৪ কোটি টাকা।

ইউরো ২০২০ ইতালি রবার্তো মানচিনি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর