Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপ জয়ের উদযাপনে ইতালিতে নিহত ১

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২১ ১০:৫৯

ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট পুনরুদ্ধার করেছে ইতালি। আর দীর্ঘ অপেক্ষার পর ইউরোপ জয়ের বাঁধ ভাঙা উল্লাসে মেতে গোটা ইতালি। রাস্তা মানুষের ঢল, একসঙ্গে নেচে-গেয়ে উদযাপন করছে গোটা দেশ। করোনা মহামারিতে কিছুদিন আগেই বিপর্যস্ত ইতালিতে এক দন্ড আনন্দ এনে দিয়েছে এই শিরোপা। তবে এমন বুনো উদযাপনের মধ্যেও ঘটেছে প্রাণহানির ঘটনা। দেশটির বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন নির্ধারণের জন্য খেলা গড়ালো টাইব্রেকারে। ১৯৭৬ সালে জার্মানি এবং চেকোস্লোভাকিয়ার মধ্যকার ফাইনালের ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। ৪৫ বছর পর ইউরোপ সেরার মুকুটের লড়াই মীমাংসা হলো টাইব্রেকারে। ওয়েম্বলিতে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো ইতালি।

বিজ্ঞাপন

শেষবার ১৯৬৮ সালে যুগোস্লোভাকিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ১-১ গোলে সমতায় শেষ করে ইতালি। পরে রিপ্লে ম্যাচে যুগোস্লোভাকিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা ঘরে তোলে ইতালি। আর তাতেই বুনো উল্লাসে মেতেছে দেশটি।

সিসলির কালতাজিরোনে গাড়ি দুর্ঘটনায় প্রান হারান ২২ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দ্রুত গাড়ি চালিয়ে রাজধানীতে বিজয় উৎসব উদযাপনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

ম্যাচ পরবর্তী উদযাপনে পাগলাটে পরিবেশ তৈরি হয় মিলানে। সেখানে ১৫ জন আহত হয়েছেন, গুরুতর আহত তিন জন। এদের মধ্যে হাতেই আতশবাজি বিস্ফোরণে একজন তিনটি আঙ্গুল হারিয়েছেন।

অন্যদিকে, দক্ষিণের ফোগিয়া শহরের কাছে একজন খুন হয়েছেন। পুলিশের ধারণা, আনন্দ-উৎসবে রাস্তায় তৈরি হওয়া বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তাকে গুলি করে মোটরবাইকে পালিয়ে গেছেন খুনি।

স্থানীয় গণমাধ্যমের খবর, খুন হওয়া ওই ব্যক্তির সঙ্গে থাকা তার ছয় বছরের ভাতিজিও গুরুতর আহত হয়েছে।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি একজন নিহত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর