আমিই ক্রিকেটের বস: গেইল
১৩ জুলাই ২০২১ ১৭:১৭
এই দফায় জাতীয় দলে ফিরে সেভাবে রান পাচ্ছিলেন না ক্রিস গেইল। ভালো শুরু পেলেও ইনিংস বড় হচ্ছিল না। রানক্ষরা থেকে বেড়িয়েছেন গতকাল। বলা চলে, দুর্দান্ত ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে কাল একাই হারিয়েছে দিয়েছেন গেইল। ম্যাচ শেষে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, আমিই ক্রিকেটের বস!
মাঠে এবং মাঠের বাইরে বিনোদন দিতে গেইলের তুলনা মেলা ভার। নিজেকে দাবি করেন ‘ইউনিভার্স বস’। একটা সময় তার ব্যাটে লেখা থাকত ‘ইউনিভার্স বস’ শব্দটা। কিন্তু পরে আইসিসির আপত্তিতে এটা পরিত্যগ করতে হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটাররা মাঠে ক্রিকেটীয় সামগ্রী এবং পোশাকে ব্যক্তিগত ব্র্যান্ডিং ও কোনো বার্তা বহন করতে পারবেন না। সেই নিয়মে বছর দুই ধরে ‘ইউনিভার্স বস’ ব্যবহার করতে পারছেন না গেইল।
কাল ম্যাচজয়ী ইনিংস খেলার পর সেই প্রসঙ্গ উঠল গেইলের সমানে। জবাবে নিজের ঢংয়ে গেইল বললেন, ‘এখানে শুধু লেখা ‘দা বস।’ আসলে তো এটা ‘ইউনিভার্স বস।’ তবে আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ ব্যবহার করি। তাই সংক্ষপ্তি করে শুধু ‘দা বস’ করে নিয়েছি। কারণ আমিই তো বস!’
গেইলকে বলা হলো, আইসিসি ক্রিকেট চালায়, টেকনিক্যালি তাহলে আইসিসিই তো ইউনিভার্স বস! স্বভাবসুলভ হাসিতে গেইলের উত্তর, ‘না না না, তারা নয়, আমিই…. আইসিসি নয়, টেকনিক্যালি আমিই ক্রিকেটের বস।’
সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিততে ১৪২ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৪.৫ ওভারেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন স্বাগতিকরা। গেইল তিনে নেমে ৩৮ বলে ৬৭ রান করেছেন। চার মেরেছেন ৪টি, ছক্কা ৭টি। এতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪ হাজার রানও পূর্ণ হলো ক্যারিবিয়ান মহাতারকার।
রান সংগ্রাহকদের তালিকায় গেইল অনেক ব্যবধানে সবার ওপরে। এই সংস্করণে ১১ হাজার রানও নেই অন্য কারও। ৪১ বছর বয়সী গেইল জানান, এখন তিনি ১৫ হাজার রানের দিকে তাকিয়ে, ‘১৪ হাজার টি-টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন। এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত ১৫ হাজার। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার করতে পারা খুবই তৃপ্তির। আশা করি, আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারব, এখনও আমার সামর্থ্য কতটা আছে।’