Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকি দলের সাবেক কোচ নাভিদ আলম আর নেই


১৩ জুলাই ২০২১ ২০:৪০

পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন নাভিদ আলম, কিন্তু ক্যানসার যুদ্ধে জয়ী হতে পারলেন না। মাত্র ৪৭ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পাকিস্তান হকি দলের এই তারকা।

কদিন আগেই জানা গেল ব্লাড ক্যানসারে ভুগছেন নাভিদ। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন নাভিদ। বাংলাদেশ হকির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে নাভিদের নাম।

বিজ্ঞাপন

ক্লাব পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলেছেন দীর্ঘদিন। ঊষা ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন পাকিস্তানের সাবেক এই তারকা ডিফেন্ডার। পরে কোচিং করিয়েছেন বাংলাদেশ জাতীয় দলকে। ২০১৩ সালে তার অধিনেই এশিয়া কাপ হকি খেলেছে বাংলাদেশ।

শুধু বাংলাদেশের নয়, পাকিস্তান ও চীন জাতীয় দলেরও কোচ ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনের পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন ১৯৯৪ সালে। নব্বাইয়ের দশকে জাতীয় দলে খেলা নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি।

নাভিদ আলম বাংলাদেশ হকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর