অভিজ্ঞ চতুষ্টয়ে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দেক
১৩ জুলাই ২০২১ ২১:০৯
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মত চতুষ্টয় তো আছেনই আরো আছেন আফিফ হোসেন ও শরিফুলের মত উদীয়মান পারফর্মাররা। এই দু’য়ের মিশেলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন মোসাদ্দে হোসেন সৈকত।
মার্চের নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে ছাড়াই খেলতে হয়েছে টাইগারদের। নিউজিল্যান্ড সফরে সাকিব যেতে পারেননি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে ছিলেন বলে। ফলে দলের কম্বিনেশনও কিছুটা এলোমেলো ছিল। সর্বশেষ শ্রীলংকা সিরিজে খেলেছেন তিনি, তবে সেভাবে পারফর্ম করতে পারেননি। কিন্তু তার উপস্থিতিতে টিম কম্বিনেশন হয়ে উঠেছে দারুণ, যা টিম বাংলাদেশকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। বাড়তি পাওনা হিসেবে প্রিয় ফর্মেট তো আছেই।
‘আমাদের ৪ জন অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। সে কারণে আমাদের দলটা কিন্তু অভিজ্ঞ-তরুনের দারুন এক সমন্বয়। এমনটা বিশ্বের অনেক দলেরই নেই। এছাড়া অধিকাংশ ক্রিকেটারই ব্যাটিং-বোলিং করতে পারে এটা আমাদের দলের জন্য খুব ভাল একটা দিক।’
মঙ্গলবার (১৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন শেষে তিনি একথা বলেন।
২০১৫ সালের পর এই প্রথম জিম্বাবুয়ে সফরে গেছে মোসাদ্দেক হোসেন সৈকত। সেবার গিয়েছিলেন ‘এ’ দলের হয়ে। সফরে দেখেছিলেন জিম্বাবুয়ের উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। এবারও তার একই রকম অনুভূত হচ্ছে। কাজেই ওয়ানডে সিরিজটি বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মত তার।
‘আমি ‘এ’ দলের সঙ্গে ২০১৫ সালে এখানে সফর করেছি। ৬ বছর আগে সফরে উইকেটের যে কন্ডিশন দেখেছি এখন পর্যন্ত ওরকমই আছে দেখলাম। আর যে টেস্ট ম্যাচটা হলো সেটাও দেখলাম যে উইকেট খুবই ভাল, ব্যাটারদের জন্য।’
‘এখানে বোলারদের জন্য খুব বেশি সহায়তা নেই। যদিও প্রথম একটা ঘণ্টা কিছুটা সহায়তা থাকে, এরপরে খুব বেশি সহায়তা থাকে না। আমি মনে করি যে, বোলারদের জন্য এখানে চ্যালেঞ্জ তবে ব্যাটারদের জন্য খুব ভাল উইকেট।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মোসাদ্দেক হোসেন সৈকত সাকিব আল হাসান