Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনায় কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের সুপার কাপে লড়াই

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২১ ০৯:০১

কেমন হত যদি ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে নতুন এক প্রতিযোগিতা হত? সমর্থকদের মনের এমন ভাবনাটাই যেন পড়ে ফেলেছে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ দুই সংস্থা। তাই তো সদ্যই শেষ হওয়া দুই মহাদেশের শিরোপাজয়ী ইতালি এবং আর্জেন্টিনার মধ্যে সুপার কাপের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতোমধ্যে

২০১৯ সালে ফিফা কনফেডারেশনস কাপ বাতিল ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যেখানে দেখা মিলতো সব মহাদেশের সেরা দল এবং বিশ্বকাপের আয়োজক দেশ নিয়ে এক টুর্নামেন্টের। এ কারণেই সব মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে আর দেখা মেলে না লড়াইয়ের। তবে ফিফা টুর্নামেন্টটি বাতিল করলেও ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আর লাতিন আমেরিকার সর্বোচ্চ সংস্থা কনমেবল বসেছে আলোচনার টেবিলে। দুই মহাদেশের চ্যাম্পিয়ন দুই দলের মধ্যে এক প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের।

বিজ্ঞাপন

গেল রোববার (১১ জুলাই) ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার মুকুট পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। আর ওই দিনই ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর ইউরোপ সেরার শিরোপা ঘরে তোলে ইতালি।

এরপরেই আর্জেন্টাইন পত্রিকা ওলে এ ভাবনার কথা জানায়। সেখানে দুই দেশের শিরোপাজয়কে তুলে এনে বলা হয়, ‘খেলতে এসো আজ্জুরি। আমরা তেমন ভালো নই।’

কেবল সুপার কাপের আয়োজনের কথাই নয় সেই সঙ্গে এই সুপার কাপের নামকরণ ডিয়েগো ম্যারাডোনের নামেই হোক সেটাও জানিয়েছিল আর্জেন্টিনার সংবাদমাধ্যমটি। ওলে এ ম্যাচটার নাম ‘ম্যারাডোনা সুপার কাপ’ রাখারও প্রস্তাব রেখেছে।

সেখানে বলা হয়েছে, ‘আমেরিকা আর ইউরোপের জয়ী দলের মধ্যকার একটা সুপার কাপের কথা ভাবতে পারেন? তার সম্মানে এর চেয়ে বড় কিছু আর কী হতে পারে?’

বিজ্ঞাপন

তবে ওলের মতো করে ম্যারাডোনা-স্মৃতিকে এ ম্যাচে না ফেরালেও সুপার কাপের ভাবনাটা ভালোভাবেই আলোচনার টেবিলে আছে। ইএসপিএন, মার্কা ছাড়াও ডেইলি মেইলও এই গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সব গুঞ্জন সত্যি হলে ইতালি আর আর্জেন্টিনার মধ্যকার একটা ধ্রুপদী লড়াই অপেক্ষায় আছে ফুটবলপ্রেমীদের জন্য।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি ইতালি বনাম আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২১ কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন আমেরিকা বনাম ইউরোপ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর