Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার এক অ্যাথলেট

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২১ ২১:০৮

করোনা মহামারির সকল বাধা ডিঙিয়ে অবশেষে টোকিও অলিম্পিক-২০২০ এর পর্দা উঠছে সপ্তাহ খানেক বাদেই। তবে এর আগেই বেশ বেকায়দায় পড়েছে অলিম্পিক আয়োজকরা। টুর্নামেন্টে অংশ নিতে জাপানে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন উগান্ডার এক অ্যাথলেট। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।

নিখোঁজ হওয়া উগান্ডার সেই অ্যাথলেট একজন ভারোত্তোলক। ২০ বছর বয়সী এ অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতোলেকো। নিয়মমাফিক করোনার পরীক্ষার জন্য পিসিআর টেস্টের সময় তাকে অনুপস্থিত পাওয়া যায়। এরপরই খোঁজ নেওয়া শুরু হয় তার। পরে দেখা যায় হোটেল রুমেও নেই তিনি। সেখানে না পাওয়ার পরই বিষয়টি জানানো হয় স্থানীয় পুলিশকে।

বিজ্ঞাপন

শুক্রবার দলের অনুশীলনের অনুপস্থিত ছিলেন জুলিয়াস সেকিতোলেকো। তাকে সবশেষ দেখা গিয়েছে শুক্রবার ভোরে।

অলিম্পিকে অংশ নিতে ১৯ জাপানে পৌঁছানোর পর ইজুমিসানো সিটিতে ছিল উগান্ডা দল। তবে ৯ সদস্যের এ দলের একজন প্রথমেই কোভিড-১৯ পজিটিভ আসেন। তাকে কোয়ারেনটাইনে রেখে বাকি ৮ সদস্যকে সিটির ৫০০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করার অনুমতি দেয় তারা। পরদিন অবশ্য আরও এক সদস্য কোভিড-১৯ পজিটিভ আসেন। তাই পুরো দলকে আইসোলেশনে রাখা হয়েছিল। দুইজন সুস্থ হওয়ার পর ৭ জুলাই থেকে অনুশীলনের অনুমতি পায় দলটি।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ অগাস্ট পর্দা নামবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের।

সারাবাংলা/এসএস

অলিম্পিক গেমস অ্যাথলেট নিখোঁজ উগান্ডার অ্যাথলেট টোকিও অলিম্পিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর